দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন আসছেন নতুন ছবি ‘পরদা’ নিয়ে। ‘প্রেমাম’ ও ‘আ আ’-এর মতো আলোচিত ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করা এই নায়িকা এবার হাজির হচ্ছেন নারী-নির্ভর এক কাহিনিতে। তবে এই ধরনের ছবির জন্য যে আলাদা চ্যালেঞ্জ থাকে, সেটাই খোলাখুলি স্বীকার করেছেন তিনি।
অনুপমার মতে, দর্শকরা নারী-কেন্দ্রিক ছবিগুলো ওটিটিতে দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, কিন্তু প্রেক্ষাগৃহে সেগুলোর জন্য তেমনভাবে আগ্রহ দেখান না। অথচ প্রেক্ষাগৃহে সাফল্য পেতে হলে কিছু বাণিজ্যিক উপাদান থাকা জরুরি। তিনি মনে করিয়ে দিয়েছেন, ‘অরুন্ধতী’ বা ‘ভাগমতী’-এর মতো নারীকেন্দ্রিক ছবিও প্রেক্ষাগৃহে বড় সাফল্য পেয়েছে, আর সেই সমর্থনই নতুন গল্প বলার পথ খুলে দেয়।
‘পরদা’ প্রসঙ্গে অনুপমা জানিয়েছেন, এই ছবিতে নায়কোচিত মারপিট বা প্রচলিত অ্যাকশন দৃশ্য না থাকলেও গল্প এবং বিনোদনের ঘাটতি নেই। দর্শকরা যদি ইতিবাচক প্রতিক্রিয়া দেন, তবে ছবিটি প্রেক্ষাগৃহে সফল হবে বলে আশা করছেন তিনি। নারী-নির্ভর চলচ্চিত্রকে বড় পর্দায় সমর্থন দেওয়ার আহ্বানও জানিয়েছেন এই অভিনেত্রী।
টিকে/