দীর্ঘ অপেক্ষার অবসানের পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। মুক্তির প্রথম দিনেই হলগুলোতে উপচে পড়া ভিড় দর্শকের। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন দেব।‘
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিনেমাটি মুক্তির দিন থাকায় ভোর ৭টা থেকেই হলমুখী হতে শুরু করে দর্শকরা।দীর্ঘ ৯ বছর পর দেব-শুভশ্রী অভিনীত সিনেমা দেখতে পাওয়ায় আবেগে ভাসছেন ভক্তরা।
সিনেমাটি মুক্তির আগেই টিকিটের অ্যাডভান্স বুকিং যেমন চোখে পড়ার মতো ছিল, ঠিক তেমনি মুক্তির দিনও টিকিট সংগ্রহের জন্য হলগুলোতে সিনেপ্রেমীদের ছিল বেশ লম্বা লাইন।
সিনেমার এ সাফল্যে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন দেব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানান, ২৫০টিরও বেশি শো হাউজফুল। ‘ধূমকেতু’ অপ্রতিরোধ্য।
সুখবরের পাশাপাশি অনুরোধ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে দেব লেখেন, দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোন রকমের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। সিনেমার চেতনা দীর্ঘজীবী হোক!
রানা সরকার প্রযোজিত সিনেমা ‘ধূমকেতু’ হৃদয়স্পর্শী গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমায় কেন্দ্রীয় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও তা শেষ হয় ২০১৫ সালে।
একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে শুভশ্রীর প্রেমের সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। এ জুটি দর্শক জনপ্রিয়তাতেও ছিল তুঙ্গে। কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভাঙার মুহূর্তে ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেন তারা।
নানা জটিলতার কারণে এতদিন সিনেমাটি মুক্তির মিছিলে হাঁটতে পারেনি। অবশেষে দীর্ঘ ৯ বছর পর সে সিনেমা আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
দীর্ঘ সময় পর পর্দায় আবারও দেব-শুভশ্রী জুটি দেখতে তাই দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি।
প্রসঙ্গত, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ব্যক্তিজীবনে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন। রাজ-শুভশ্রীর সংসারে রয়েছে দুই সন্তান। অন্যদিকে, অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা দেব।
এমআর