জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় যুমনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলী রীয়াজ। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
আলী রীয়াজ জানান, দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদের সমন্বিত খসড়া ও সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। কবে নাগাদ দলগুলোর কাছে খসড়া পাঠানো যাবে এবং পুনরায় দলগুলোর সঙ্গে বসা সম্ভব হবে—এ নিয়েও আলোচনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকাঠামো সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার ছয়টি কমিশন গঠন করে।
এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করে। প্রথম ধাপে ১৬৬ প্রস্তাব নিয়ে ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসে কমিশন। এর মধ্যে ৬২ প্রস্তাবে ঐকমত্য হয়। দ্বিতীয় ধাপে ২০ বিষয়ে সিদ্ধান্ত হয়। এসব প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’।
গত ২৯ জুলাই দলগুলোকে সনদের খসড়া দেয় কমিশন। খসড়া নিয়ে দলগুলো মতামতও দিয়েছিল, যার ভিত্তিতে সমন্বিত খসড়া চূড়ান্ত করা হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, শিগগিরই এটি দলগুলোর কাছে পাঠানো হবে এবং আগামী সপ্তাহে সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা শুরু হবে।
ইউটি/এসএন