বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে রাজধানী উন্নয় কর্তৃপক্ষের (রাজউক) ঝিলমিল আবাসিক প্রকল্পে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ জন গাড়ি চালকের জন্য বরাদ্দ দেয়া প্লট বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিনের সই করা পত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জরুরীভিত্তিতে এসব প্লট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গাড়ি চালক মো. বোরহান উদ্দিন এবং মো. বেলাল হোসেনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, গাড়ি চালক মো. সাইফুল ইসলাম ও মো. সফিকুল ইসলামের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, গাড়ি চালক মো. মতিউর রহমান ও মো. নুর হোসেন ব্যাপারীর নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, গাড়ি চালক মো. মাহবুব হোসেন ও মো. শাহীনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, গাড়ি চালক মো. মিজানুর রহমান ও মো. বাচ্চু হাওলাদারের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, গাড়ি চালক মো. নুরুল ইসলাম ও মো. রাজন মাদবরের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট এবং গাড়ি চালক মো. নুরুল আলম, মো. নুর নবী ও মো. শাহীনের নামে বরাদ্দকৃত ৫ কাঠার প্লট বরাদ্দ বাতিল করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ জন গাড়ি চালকের নামে নিয়মবহির্ভুতভাবে প্লট বরাদ্দের বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে গঠিত দুটি তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।
দাখিলকৃত প্রতিবেদনে দেখা যায়, আবেদনকারীরা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালার ব্যত্যয় করে নিয়ম বহির্ভুতভাবে তাদের নামে প্লট বরাদ্দ হয়েছে।
দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে ১৫ জন গাড়ি চালকের নামে প্রদত্ত সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করা হয়।
কেএন/এসএন