২০১২ সালের সুপারহিট ছবি ‘ককটেল’-এর সিক্যুয়েল নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন পরিচালক হোমি আদাজানিয়া। ‘ককটেল ২’ নামের এই নতুন অধ্যায়ে মুখ্য চরিত্রে থাকছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। পরিচালক ইনস্টাগ্রামে কৃতির এক মনোমুগ্ধকর সাদা-কালো ছবি প্রকাশ করে লিখেছেন #থেসিসিলিয়ানচ্যাপ্টার #ককটেল২।
যদিও এখনো পুরো অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করা হয়নি, বলিউডের গুঞ্জনে শোনা যাচ্ছে এই ছবির পুরুষ প্রধান চরিত্রে থাকবেন শাহিদ কাপুর এবং গুরুত্বপূর্ণ এক ভূমিকায় দেখা যাবে রাশমিকা মান্দানা-কে।
ছবিটি প্রযোজনা করছে ম্যাডক ফিল্মস, কাহিনি লিখেছেন লভ রঞ্জন। আগামী ২০২৬ সালের শেষ প্রান্তে মুক্তির পরিকল্পনা রয়েছে। নির্মাতা দল জানিয়েছে, এই চলচ্চিত্রে রোমান্স, বন্ধুত্ব ও আবেগের নতুন রসায়ন দর্শকের সামনে হাজির করা হবে, যা আগের ছবির থেকে একেবারেই আলাদা এক অভিজ্ঞতা হবে।
এমকে/টিকে