বিপিএলে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত না হওয়ার মন্তব্যে বিসিবির উপর ক্ষুব্ধ রংপুর

১২তম বিপিএলের জন্য এখনো কোনো ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়নি, বিসিবির এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রংপুর রাইডার্স। বছরের পর বছর ক্লিন ইমেজ নিয়ে বিপিএলে অংশ নেয়ার পরও বিসিবির এই বিমাতাসুলভ আচরণে হতাশ ফ্র্যাঞ্চাইজিটির পরিচালক শানিয়ান তানিম। নতুন স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের হাতে বিপিএলের স্বত্ব বুঝিয়ে দেওয়া হলেও এখনো আসরের সময় চূড়ান্ত করতে পারেনি বিসিবি। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গেও হয়নি কোনো আলোচনা। যা নিয়ে সময় সংবাদে রীতিমতো ক্ষোভ ঝারলেন এই ক্রিকেট সংগঠক।

একের পর এক বোর্ড মিটিং, ক্রিকেটারদের সঙ্গে বৈঠক, গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও নেয়া হলো পরামর্শ। চূড়ান্ত হলো স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি। ১২তম আসর সামনে রেখে বিপিএল নিয়ে বেশ ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গভর্নিং কাউন্সিল। কিন্তু সময় ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত মূল কাজটাই করতে পারেনি বিসিবি। এখনো নাকি কোন ফ্র্যাঞ্চাইজিগুলো থাকছে, সেটাই ঠিক করেননি কর্তারা।

এ ধরনের যেকোনো টুর্নামেন্টের মূল স্টেকহোল্ডার ফ্র্যাঞ্চাইজি। অথচ এখনো বিসিবি বসতে পারেনি তাদের সঙ্গেই। চূড়ান্ত করেনি দল। পুরোনো কারা থাকছে বা নতুন কারা আসছে সেটাও ধোঁয়াশায়। পুরানোদের মধ্যে সবচেয়ে ক্লিন ইমেজের দল হয়েও বিসিবির কাছ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস না পেয়ে কিছুটা হতাশই রংপুর রাইডার্স।

এ বিষয়ে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, ‘স্টাবলিশড ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমাদের নামটা সব সময়ই ওখানে থাকা উচিত। দুই-তিনটি ফ্র্যাঞ্চাইজি তো সব সময় আছেই। কিন্তু সত্যি বলতে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আমাদেরকে বিপিএলের ব্যাপারে কোনো আলাপ-আলোচনাও করতে বলা হয়নি। মিডিয়া থেকে যেটা জানতে পারি, দুটো টিম বরিশাল এবং রংপুর ঠিক আছে এবং বাকিদের নিয়ে তারা বিবেচনা করছে। আবার বোর্ড মিটিংয়ের পর শুনেছি, কোনো দলকেই বিবেচনা করা হয়নি। আমি মনে করি এটা রংপুর এবং বরিশালের জন্য অন্যায্য।’

নতুন আসরের তারিখ নিয়েও অনিশ্চয়তা। ডিসেম্বর–জানুয়ারি? নাকি জাতীয় নির্বাচনের পরে? নির্দিষ্ট তারিখ না জানায় বিদেশি বড় তারকাদের আগে থেকে দলে ভেড়ানোর পরিকল্পনাও আটকে আছে মালিকদের টেবিলে। দলগুলোর ক্ষেত্রে স্পোর্টস ম্যানেজমেন্টে প্রতিষ্ঠান আইএমজির কি নীতিমালা থাকবে সে সম্পর্কেও পাওয়া যায়নি ন্যূনতম ধারণা।

তানিম বলেন, ‘আইএল টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার লিগ কিংবা বিগ ব্যাশ; সবগুলো লিগেরই তারিখ-ই ঘোষণা করে দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজি টিম ডিরেক্টর হিসেবে আমি যে সমস্যায় পড়ি, আমি প্রত্যেকদিন দুই-একজন এজেন্ট থেকে কল পাই যে বিপিএল টা কবে হবে। আমরা যে খেলোয়াড় চাই, তারা সময় জানতে চায়। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নিশ্চিত সময় জানাতে পারি না। আইএমজি থেকে যদি আমরা প্রত্যাশা করি যে দুদিনের মধ্যে আমরা আইপিএল হয়ে যাব, সেটা সম্ভব না।

কয়েকটি ছোট জিনিস পরিবর্তন করতে হবে। ক্যালেন্ডার যদি নির্ধারণ করা হয়, ড্রাফট পদ্ধতি যদি ভালো করা হয়, খেলোয়াড়দের পারিশ্রমিক নিরাপত্তা যদি দেওয়া হয়, সেটা আমার পক্ষে যাক বা বিপক্ষে, যেগুলো ভালো জিনিস সেগুলোই করতে হবে।’

মাঠের বাইরের নাটকও বাড়ছে। সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দু চিটাগাং কিংস মালিক সামির কাদের। বিতর্কিত দল রাখার পক্ষে নন রংপুর রাইডার্স ডিরেক্টর তানিম। সবশেষ বিপিএলে প্রথমবারের মতো রেভিনিউর অর্থ বুঝে পেয়েছে তারা।

রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর বলেন, ‘গতবারের বিপিএলে অনেক নতুন কিছু এসেছিল। আমাদেরকে রেভিনিউ দেওয়া হয়েছিল। কিন্তু দল বাছাইয়ে আপনি কিছু প্রশ্ন করতেই পারেন। ওই দলেরও কি সক্ষমতা আছে কি না এ অর্থটা পরিশোধ করার।

এ অর্থের বিষয়টা আরও কীভাবে নিরাপদ হবে , এ বিষয়ে বিসিবির আরও শক্ত হওয়া উচিত।’

শুধু বিপিএল নয়, ঘরোয়া লিগের সঙ্গেও জড়িত রংপুর রাইডার্সের এই ডিরেক্টর। সামনে বিসিবি নির্বাচন। কোন ভূমিকায় দেখা যাবে তাকে?

তানিম বলেন, ‘আমাকে কোথায় দেখা যাবে সে মন্তব্য করাটা ঠিক হবে না। আমার একটাই উদ্দেশ্য, আমি ক্রিকেটের সেবা করতে চাই।’

টিকে/

Share this news on:

সর্বশেষ

পোষা প্রাণীদের সাথে যেভাবে আচরণ করতেন নবীজি Aug 15, 2025
img
সাগরপাড়ে ভিন্ন লুকে হাজির চমক Aug 15, 2025
img
‘ভারতের ওয়ানডে ক্রিকেট দলে এখনো বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রয়োজন আছে’ Aug 15, 2025
img
পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেনের পক্ষ নিয়ে মধ্যস্ততা করব না : ট্রাম্প Aug 15, 2025
img
পাকিস্তানে বন্যায় ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৯৪ Aug 15, 2025
img
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল ৫ জনের Aug 15, 2025
img
আ.লীগ নিষিদ্ধ, কিন্তু দোসর জাতীয় পার্টি এখনও রাজপথে : নুরুল হক নুর Aug 15, 2025
img
ধোনির দিকে অভিযোগের তীর শেবাগের! Aug 15, 2025
img
শেখ মুজিবের শাসন হাসিনার চেয়েও ভয়ংকর ছিল : রাশেদ খান Aug 15, 2025
img
ব্যাকটেরিয়া মিশ্রিত ওষুধে চিকিৎসা, আর্জেন্টিনায় প্রাণ গেল ৯৬ জনের Aug 15, 2025
img
‘সাইয়ারা টু’ নিয়ে মুখ খুললেন পরিচালক Aug 15, 2025
img
পাকিস্তানে ভারী বৃষ্টিতে একদিনে প্রাণ গেল ১৬৪ জনের Aug 15, 2025
img
শেখ হাসিনা না পালালে আমাদের কবর রচনা হতো : হান্নান মাসউদ Aug 15, 2025
img
ইসরাইলের বসতি স্থাপনের নতুন পরিকল্পনা যুদ্ধাপরাধের শামিল: জাতিসংঘ Aug 15, 2025
img
আমি কারো দ্বিতীয় পছন্দ নই : পূজা চেরি Aug 15, 2025
img
নাটকীয় রান আউট, মাঠেই পাক ব্যাটারদের ঝগড়া Aug 15, 2025
img
৩২ নম্বরের ছবি পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের Aug 15, 2025
img
পুলিশকে আমি ইন্সট্রাকশন দেব কেন : প্রেস সচিব Aug 15, 2025
img
ফ্যাসিবাদের জায়গায় তারেক রহমান গণতন্ত্রের সূচনা করবেন : নজরুল ইসলাম খান Aug 15, 2025
img
বিপিএলে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত না হওয়ার মন্তব্যে বিসিবির উপর ক্ষুব্ধ রংপুর Aug 15, 2025