স্প্যানিশ লিগ ‘লা লিগা’ র মৌসুম শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তবে, এখনো সব খেলোয়াড়দের নিবন্ধন শেষ করতে পারেনি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এজন্য ক্ষুদ্ধ বার্সেলনা দলের কোচ হ্যান্সি ফ্লিক।
লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের দলে এখনো ছয়জন খেলোয়াড়ের নিবন্ধন সম্পন্ন হয়নি। পরিস্থিতি নিয়ে খুব একটা খুশি নন কোচ ফ্লিক।
এই সমস্যা ফ্লিকের কাছে একেবারে নতুন নয়। গত মৌসুমেও খেলোয়াড় নিবন্ধন নিয়ে জটিলতায় পড়তে হয় তাঁকে। গত মৌসুমে নতুন তারকা দানি ওলমোকে মৌসুমের প্রথম দুই ম্যাচে ব্যবহার করতে পারেননি নিবন্ধন জটিলতার কারণে। এবারও সেই গল্পের পুনরাবৃত্তি হচ্ছে।
প্রথম ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফ্লিক বলেন, ‘আমার জন্য এই পরিস্থিতি মোটেও আনন্দের নয়। আমি ক্লাবের ওপর আস্থা রাখি; আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গত মৌসুমেও এমন হয়েছিল। আমরা এখন কেবল নিজেদের নিয়ন্ত্রণে যা আছে, সেটার ওপরই মনোযোগ দিচ্ছি। এর বেশি কিছু বলার নেই।’
সমস্ত জটিলতার মাঝেও মৌসুম শুরুর আগে দলের প্রশিক্ষণ দেখে আশাবাদী ফ্লিক। তার লক্ষ্য নির্দিষ্ট কোনো ট্রফি নয়, বরং ধারাবাহিক উন্নতি বজায় রাখা।
আগামীকাল (১৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিটে সন মোইক্সে মায়োর্কার মাঠে মৌসুমের প্রথম ম্যাচে নামবে বার্সেলোনা।