পাকিস্তানে আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে বন্ধু দেশ তুরস্ক। বলেছে, বন্যার কারণে বহু প্রাণহানির ঘটনায় তুরস্ক ‘গভীরভাবে মর্মাহত’। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে মেঘভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশে।
খাইবার পাখতুন খোয়ায় ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গিলগিট-বালতিস্তানের উত্তরাঞ্চলে আরও পাঁচজন এবং পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীরে ৯ জন মারা গেছেন।
পাকিস্তানে ভয়াবহ দুর্যোগে এই প্রাণহানির ঘটনায় শনিবার (১৬ আগস্ট) শোক প্রকাশ করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় বলেছে, ‘পাকিস্তানে বন্যায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমরা আল্লাহর মাগফিরাত কামনা করি এবং পাকিস্তানের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাই।’
এমকে/টিএ