মৌসুমের উদ্বোধনী ম্যাচে আবারও সালাহ'র রেকর্ড

মৌসুমের প্রথম ‘ম্যাচ ডে’-তে গোল করা যেন অলিখিত নিয়মে পরিণত করেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলের হয়ে খেলা ৯ মৌসুমের ৮টিতেই লিগের প্রথম ম্যাচে গোল করেছেন তিনি। একমাত্র ২০২৩-২৪ মৌসুমে চেলসির বিপক্ষে প্রথম লিগ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মিশরের এ তারকা। অবশ্য সে ম্যাচেও গোল করেছিলেন তিনি। কিন্তু ভিএআর-এ সেই গোল বাতিল হয়।

শুক্রবার মৌসুমের উদ্বোধনী ম্যাচে একপর্যায়ে ধারণা করা হচ্ছিল সালাহ এই ম্যাচে হয়তো গোল পাবেন না। কিন্তু নাটকীয় ম্যাচে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দারুণ এক গোল করে লিভারপুলকে ৪-২ ব্যবধানে জয় এনে দেন সালাহ। এই গোলের মাধ্যমে তিনি লিগের প্রথম ম্যাচে গোল করার রেকর্ড আরও সুসংহত করেছেন।

এই গোলের সঙ্গে সালাহ এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ১০টি গোল করেছেন। গত মৌসুমে এই রেকর্ডে এককভাবে শীর্ষে উঠেছিলেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে ইপসউইচ টাউনের বিপক্ষে প্রথম ম্যাচে গোল করার পর সালাহর গোলসংখ্যা দাঁড়ায় ৯টি। যা তাকে ৮ গোল করা জেমি ভার্ডি, অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে ছাড়িয়ে দেয়। এবার সালাহ নিজেকেই যেন ছাড়িয়ে গেলেন।

গোল করার পাশাপাশি গোলের অবদান রাখার দিক থেকেও শীর্ষে আছেন সালাহ। এখন পর্যন্ত প্রথম ম্যাচে তার ১৫ গোলে অবদান রয়েছে। এর মাঝে ১০ গোল নিজে করেছেন, ৫ গোল করিয়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েন রুনি, যিনি ১৩ গোলে (৮ গোল করেছেন ও ৫ গোল করিয়েছেন) অবদান রেখেছেন।



প্রথম ম্যাচে গোল করার রেকর্ডের পাশাপাশি সালাহ এদিন আরও কিছু মাইলফলক ছুঁয়েছেন। অ্যানফিল্ডে এটি ছিল তার ১০৬তম প্রিমিয়ার লিগ গোল। একক ভেন্যুতে গোল করার ক্ষেত্রে সার্জিও অ্যাগুয়েরোর সমান অবস্থানে পৌঁছেছেন সালাহ। অ্যাগুয়েরো ম্যানচেস্টার সিটির হয়ে ১০৬ গোল করেছিলেন। এই তালিকায় এখনো এগিয়ে আছেন থিয়েরি অঁরি। আর্সেনালের হয়ে হাইবুরিতে ১১৪ গোল করেছেন তিনি।

এছাড়া প্রিমিয়ার লিগে গোলে অবদানে রায়ান গিগসের সমান অবস্থানে পৌঁছেছেন সালাহ। তিনি এখন পর্যন্ত ২৮৯ ম্যাচে লিভারপুলের হয়ে ২৭১ গোলে অবদান রেখেছেন, যার মধ্যে ১৮৫টি গোল এবং ৮৬টি অ্যাসিস্ট রয়েছে।

গিগসও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৭১ গোলে অবদান রেখেছিলেন।

তবে সালাহ শিগগিরই রুনিকে ছাড়িয়ে যাবেন বলে মনে হচ্ছে। বর্তমানে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলের তালিকায় তিনি যৌথভাবে চার নম্বরে রয়েছেন। সালাহ-এর গোলসংখ্যা ১৮৭টি, যা অ্যান্ডি কোলের সমান। তার ওপরে আছেন কেবল ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালেন শিয়ারার (২৬০)।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

যুদ্ধ এড়ানো সম্ভব হতো ট্রাম্পের আমলে, পুতিনের বক্তব্য! Aug 16, 2025
কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে ট্রাম্প-পুতিন বৈঠক Aug 16, 2025
img
বিমানবন্দর থেকে ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তার Aug 16, 2025
img
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা ঘটনায় রিকশাচালক কারাগারে Aug 16, 2025
img
জিশান-আফিফ-রাকিবুলের হাত ধরে টপ এন্ড সিরিজে বাংলাদেশের প্রথম জয় Aug 16, 2025
img
প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদাহর মাধ্যমে নির্বাচনের ওহী পেয়েছেন: পাটওয়ারী Aug 16, 2025
img
আসন দিয়ে আমাদের কেনা যাবে না : হাসনাত Aug 16, 2025
img
পুতিনকে ব্যক্তিগত চিঠিতে কি লিখলেন মেলানিয়া? Aug 16, 2025
img
অক্টোবরে আসছেন রোনালডো, ভারতীয় ফুটবল ইতিহাস সাক্ষী হতে যাচ্ছে এক ঐতিহাসিক ঘটনার! Aug 16, 2025
ভালো মুসলিম হওয়ার পাঁচটি উপায় | ইসলামিক টিপস | Aug 16, 2025
ক্রিকেটে ক্যারিয়ার গড়ার জন্য যে পরামর্শ দিলেন বিসিবির ট্যুরিজম উপদেষ্টা Aug 16, 2025
রিয়ার গড়ার জন্য যে পরামর্শ দিলেন বিসিবির ট্যুরিজম উপদেষ্টা Aug 16, 2025
কঙ্গোর কিনশাসার পরে ঢাকার বায়ুদূষণের অবস্থা ভয়ঙ্কর! Aug 16, 2025
১৫ই আগষ্টে শোক প্রকাশ করায় তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ Aug 16, 2025
আলোচনার আগে আকাশে উড়ছে যুক্তরাষ্ট্রের স্টেলথ বোমারু বিমান Aug 16, 2025
img
নতুন তারিখে শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম Aug 16, 2025
img
ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পড়ে থাকতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী Aug 16, 2025
img
এডারসনই সিটির নাম্বার ওয়ান গোলরক্ষক : গার্দিওলা Aug 16, 2025
img
দুই দিনেই বক্স অফিস কাঁপালো ‘ধূমকেতু’ Aug 16, 2025
img
পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনে বছরে খরচ কমবে ২২৬ কোটি টাকা Aug 16, 2025