যশোরের বেনাপোলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওই নেতার নাম মুকুল হোসেন। তিনি উপজেলার পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক সভাপতি।
স্থানীয়রা জানায়, মুকুল যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের অনুসারী এবং সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের ছোট ভাই।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, নাশকতামূলক কাজের উদ্দেশে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বৈঠক করছে—এমন খবর পেয়ে বাহাদুরপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মুকুল হোসেনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।
এমআর/টিকে