আলজেরিয়ার রাজধানীতে একটি বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি পরিষেবা সংস্থা এই তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি সেতু থেকে নদীতে পড়ে গেলে ১৮ জন ডুবে মারা যায় এবং ৯ জন আহত হয়।
পূর্ব আলজিয়ার্সের মোহাম্মদিয়া জেলায় বিকেলে এই দুর্ঘটনা ঘটে এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বাসটি এল হাররাচ এলাকায় যাওয়ার সময় রাস্তা থেকে উল্টে গিয়ে ওউদ এল হাররাচ নদীতে পড়ে যায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সিভিল ডিফেন্সের কর্মীরা আসার আগেই বাসিন্দারা উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়েন।
আলজেরিয়ার সিভিল প্রটেকশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ২৫টি অ্যাম্বুল্যান্স, ১৬ জন ডুবুরি এবং চারটি নৌকা উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়। সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত থাকে।
সূত্র : এএফপি
এমআর/টিকে