রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারে মালয়েশিয়াকে পাশে চায় ঢাকা

দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার এই ভূমিকার ব্যবহার করতে চায় ঢাকা। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এমন প্রত্যাশার কথা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ ওই সাক্ষাৎকার বৃহস্পতিবার প্রকাশ করেছে বারনামা। এতে তিনি বলেছেন, রোহিঙ্গা শরণার্থী আশ্রয়দানের অভিজ্ঞতা এবং আসিয়ানে নেতৃত্বের অবস্থান মিলিয়ে মালয়েশিয়া আঞ্চলিক এই সংকটের সমাধানের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখতে পারে।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকার নিয়েছেন বারনামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ, ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের সম্পাদক ভুন মিয়াও পিং ও বারনামার ইকোনমিক নিউজ সার্ভিসের সহকারী সম্পাদক কিশো কুমারী সুসেদারাম।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, আমরা আশা করছি, মালয়েশিয়া পুরো আলোচনায় তাদের প্রভাব খাটাবে; যাতে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি সৈন্যদের মাঝে চলমান সংঘর্ষ রোহিঙ্গা সংকটকে আরও গভীর করে তুলেছে। এর ফলে নতুন করে রোহিঙ্গা শরণার্থীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন।

প্রধান উপদেষ্টা বলেছেন, কেবল গত ১৮ মাসেই নতুন করে ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছেন। এর সঙ্গে আগে থেকেই পালিয়ে আসা ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আছেন। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। আরও ভয়াবহ হলো, যুক্তরাষ্ট্র তাদের (রোহিঙ্গাদের) তহবিল পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এটা আমাদের জন্য বিশাল সমস্যা।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে আগামী কয়েক মাসে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। প্রথম সম্মেলনটি বাংলাদেশ রোহিঙ্গাদের দায়িত্ব নেওয়ার আট বছর পূর্তির সময় চলতি মাসের শেষের দিকে কক্সবাজারে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় উচ্চপর্যায়ের বৈঠক হবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে। আর তৃতীয়টি বছরের শেষের দিকে কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২১ সাল থেকে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘস্থায়ী এই মানবিক সংকট কেবল বাংলাদেশ নয়; বরং আসিয়ানের আরও কয়েকটি দেশ যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকেও প্রভাবিত করছে।

মালয়েশিয়া ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী সনদ বা ১৯৬৭ সালের প্রোটোকলে স্বাক্ষরকারী না হলেও মানবিক দিক বিবেচনায় দেশটিতে প্রায় দেড় লাখ রোহিঙ্গা শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দিয়ে আসছে।

রোহিঙ্গা সংকটের শুরু হয় ২০১৭ সালে। ওই সময় মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

সূত্র: বারনামা।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : জামায়াত সেক্রেটারি Aug 16, 2025
img
জিশান-আফিফের ব্যাটে নেপালের বিপক্ষে বাংলাদেশের ১৮৩ Aug 16, 2025
img
হজের নিবন্ধন ফি জমা দেওয়া যাবে ৩৩ ব্যাংকে Aug 16, 2025
ট্রাম্পের নোবেল মনোনয়ন শর্ত তুলে ধরলেন হিলারি Aug 16, 2025
img
ট্রাম্পের হাত থেকে পুরস্কার নেবেন না হলিউড তারকা টম ক্রুজ! Aug 16, 2025
img
রাশিয়ায় বারুদ কারখানায় বিস্ফোরণে প্রাণ গেল ১১ জনের, আহত শতাধিক Aug 16, 2025
'বরিশাল স্টেডিয়ামে বিপিএল আয়োজন করার করার চেষ্টা করবো' Aug 16, 2025
শহীদ আফ্রিদিসহ নয়জন ক্রীড়াব্যক্তিকে দেওয়া হচ্ছে বেসামরিক সম্মাননা Aug 16, 2025
ট্রাম্পের দেওয়া আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন টম ক্রুজ Aug 16, 2025
ডিসির সামনেই সার্জেন্টের 'টাকা তোলার' অভিযোগ ব্যক্তির! Aug 16, 2025
img
মৌসুমের উদ্বোধনী ম্যাচে আবারও সালাহ'র রেকর্ড Aug 16, 2025
img
অগ্নিমূর্তি রূপে আলিয়া! কি ঘটেছিল তার সাথে? Aug 16, 2025
img
আমি তো আসলে ওইটা বুঝাইনি, যেমন অনেকে বলছে মিয়া খলিফা: মাহি Aug 16, 2025
img
মেলবোর্নে সেরা অভিনেতা অভিষেক, সামাজিক মাধ্যমে আবেগী বার্তা অমিতাভের Aug 16, 2025
img
নেতানিয়াহু নিজেই একটি সমস্যা হয়ে উঠেছেন : ডেনমার্কের প্রধানমন্ত্রী Aug 16, 2025
img
বাংলাদেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি Aug 16, 2025
img
মৌসুমের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে চায় বার্সা কোচ Aug 16, 2025
বলিউডের নায়কদের ‘বদমাশ’ আখ্যা দিলেন কঙ্গনা Aug 16, 2025
টেস্ট ছাড়তে চাননি কোহলি-রোহিত, চাপ দিয়ে বিদায় বলল বোর্ড! Aug 16, 2025
জনগণ চাইলে নির্বাচন ঠেকানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Aug 16, 2025