ইরানের খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা সাবাহিফার্দ বলেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের সার্বভৌমত্ব রক্ষার জন্য সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করছে।
শনিবার (১৬ আগস্ট) আলীরেজা সাবাহিফার্দ ফোরদো-কম বিমান প্রতিরক্ষা গ্রুপ পরিদর্শন সফরে এই মন্তব্য করেন। এ সময় ইরানের বিমান প্রতিরক্ষা সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।
পরিদর্শনকালে, খাতাম আল-আম্বিয়া বিমান প্রতিরক্ষার কমান্ডার ঘাঁটিতে উপস্থিত বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এবং ১২ জুনের ইসরায়েলি আগ্রাসনে শহিদ হওয়া বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্মরণ করেন।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা আরও বলেন, ‘বিমান প্রতিরক্ষা বাহিনী সাহসিকতার সাথে এবং শক্তিশালীভাবে তার সমস্ত শক্তি দিয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের ভূখণ্ড রক্ষার অগ্রভাগে রয়েছে।’
গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ইসরায়েল এবং ১২ দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকায় আঘাত করে। ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সামরিক আক্রমণ চালায়।
আগ্রাসনের পরপরই ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। অপারেশন ট্রু প্রমিজ থ্রি-এর অংশ হিসেবে ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে ২২টি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অধিকৃত অঞ্চলজুড়ে।
এছাড়াও মার্কিন হামলার প্রতিক্রিয়ায় পশ্চিম এশিয়ার বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানি সশস্ত্র বাহিনী। পরে ট্রাম্পের হস্তক্ষেপে ২৪ জুলাই যুদ্ধবিরতিতে যায় তেহরান-তেল আবিব।
কেএন/টিকে