বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। যার ব্যক্তিগত জীবন ছিল তার সিনেমার মতোই আলো-ছায়ায় মোড়া, ১৯৭৩ সালে ক্যারিয়ারের শিখরে থাকা অবস্থায় তিনি বিয়ে করেন ১৬ বছরের কিশোরী ডিম্পল কাপাডিয়াকে। যার প্রথম ছবি ‘ববি’ তখনো মুক্তি পায়নি। রূপকথার মতো শুরু হলেও, এই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি।
১৯৮২ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তারা, যদিও কখনও আইনি বিচ্ছেদ হয়নি। তবে এবার বিস্ফোরক দাবি নিয়ে এসেছেন অভিনেত্রী অনিতা আডবাণী। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, রাজেশ খান্না গোপনে তাকে বিয়ে করেছিলেন।
এমনকি এই বিয়ে ডিম্পলের সঙ্গে তার সম্পর্কের আগেই হয়েছিল। অনিতা জানান, দীর্ঘ লিভ-ইন সম্পর্কে থাকলেও তারা কখনো প্রকাশ্যে বিয়ের ঘোষণা দেননি কিন্তু তাদের মধ্যে একটি গোপন বিয়ে হয়েছিল।
স্মৃতিচারণ করে অনিতা বলেন, ‘আমাদের বাড়িতে একটি ছোট মন্দির ছিল। তিনি নিজের হাতে আমার জন্য একটি মঙ্গলসূত্র বানিয়েছিলেন। এরপর সোনালি আর কালো চুড়ি পরিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ‘আজ থেকে তুমি আমার দায়িত্ব।’ ওই রাতেই নিঃশব্দে আমাদের বিয়ে হয়ে যায়।’
অনিতার দাবি, রাজেশ খান্নার জীবনে ডিম্পলের আগেই তিনি এসেছিলেন। কিন্তু তখন তার বয়স কম থাকায় বিয়ে সম্ভব হয়নি। তিনি প্রায় আট বছর ধরে রাজেশ খান্নার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন, তার মৃত্যুর আগ পর্যন্ত।
তবে অনিতার সবচেয়ে বড় অভিযোগ, রাজেশ খান্নার মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা তাকে শেষকৃত্যে অংশ নিতে দেননি। বাংলো 'আশীর্বাদ'-এর বাইরে বাউন্সার বসিয়ে তাকে বাধা দেওয়া হয়েছিল।
অনিতা জানান, ২০১১ সালে রাজেশ খান্নার ক্যান্সার ধরা পড়ে এবং ২০১২ সালের ১৮ জুলাই তিনি মারা যান। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি তার সঙ্গে ছিলেন, কিন্তু শেষ বিদায়ে তাকে বঞ্চিত করা হয়।
এফপি/ এসএন