রোয়ান অ্যাটকিনসন— যাকে গোটা বিশ্ব চেনে ‘মিস্টার বিন’ হিসেবে। নব্বইয়ের দশক থেকে দর্শকদের হাসির জোয়ারে ভাসিয়েছেন তিনি, গড়েছেন অগণিত ভক্ত।
তবে অনেকেই জানেন না, বাস্তব জীবনে একদিন তিনিই হয়ে উঠেছিলেন নায়ক। অদ্ভুত এক পরিস্থিতিতে বিমানের পাইলট অচেতন হয়ে পড়লে অ্যাটকিনসন নিজেই নিয়ন্ত্রণ নেন ককপিটের। অথচ, তিনি বিমান চালানো জানতেনই না! উপস্থিত বুদ্ধি আর অদম্য সাহসের জোরে বাঁচিয়ে দেন নিজের পরিবারকে।
ঘটনাটি ঘটে কেনিয়ার আকাশে, পারিবারিক ভ্রমণের সময়। প্রাইভেট বিমানে যাচ্ছিলেন তারা। হঠাৎই পাইলট অচেতন হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে আতঙ্ক নেমে আসে। পরিবারের সামনে দাঁড়ায় মৃত্যুভয়।
সেই মুহূর্তে অ্যাটকিনসন ককপিটে বসে বিমান নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিনি আকাশে ভেসে রাখেন বিমান। তার স্ত্রী চেষ্টা চালিয়ে যান পাইলটকে জাগাতে। অবশেষে কিছুক্ষণ পর পাইলট চেতনা ফিরে পান এবং বিমান নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়।
পর্দায় রোয়ান অ্যাটকিনসনকে দেখা গেছে কৌতুকাভিনেতা হিসেবে। সব প্লাটফর্মেই তার অভিনয় ছিল প্রশংসিত। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে মিস্টার বিন চরিত্রটি। কিন্তু জীবনের এই বাস্তব ঘটনাই প্রমাণ করে, তিনি শুধু কৌতুকাভিনেতা নন, সাহসিকতার বিরল দৃষ্টান্তও।
এক সাক্ষাৎকারে অ্যাটকিনসন স্বীকার করেছিলেন, মিস্টার বিন চরিত্রে অভিনয় করা তাকে অনেক সময় ভীষণ চাপের মধ্যে ফেলে। তিনি বলেন, “আমি আসলে এই চরিত্রে অভিনয় করে খুব একটা আনন্দ পাই না। দর্শকদের প্রত্যাশা পূরণের দায় আমাকে চাপে ফেলে দেয়। তাই আমি চাই, যত তাড়াতাড়ি সম্ভব এ চরিত্র থেকে মুক্তি পেতে।”
অ্যাটকিনসনকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্স সিরিজ Man Vs Bee–তে, যা বেশ জনপ্রিয় হয়েছিল। সামনে রয়েছে জনি ইংলিশ সিরিজের চতুর্থ কিস্তি। এছাড়া আসছে নতুন মিস্টার বিন অ্যানিমেটেড মুভি, যা দর্শকদের জন্য ভিন্ন মাত্রার বিনোদন নিয়ে হাজির হবে।
তবে জীবনের ঝুঁকির মুহূর্তে কৌতুকের চরিত্র ছেড়ে প্রকৃত নায়ক হয়ে উঠেছিলেন রোয়ান অ্যাটকিনসন। তার এই সাহসী সিদ্ধান্ত প্রমাণ করে—পর্দার বাইরে তিনি একজন অসাধারণ চরিত্র।
এফপি/ এসএন