ঢাকা কাস্টমসের ২ কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও দুদকে অভিযোগ

মিথ্যা ঘোষণার আড়ালে আনা চোরাচালান ছাড়ের অভিযোগ উঠেছে ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদ ও এনামুলের বিরুদ্ধে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা, দুদক ও এনবিআর চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) আরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ী এ অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, ঢাকা কাস্টমস হাউসের দুর্নীতিবাজ সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদ ও এনামুল বর্তমানে ওই প্রতিষ্ঠানকে চোরাচালান ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। এ দুইজনসহ সিনিয়র আরও কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ঢাকা কাস্টমস হাউসে চলছে মিথ্যা ঘোষণার আড়ালে চোরাচালানের রাজত্ব।

অভিযোগে আরও বলা হয়েছে, ঢাকা কাস্টমস হাউসে এখন বৈধভাবে শুল্ক পরিশোধ করে পণ্য খালাস নেওয়া কষ্টকর। কাস্টমসের অসাধু কর্মকর্তা ও চোরাচালান সিন্ডিকেট এয়ার ফ্রেইট ইউনিটের ডেলিভারি গেট-১ দিয়ে কমার্সিয়াল পণ্য চালানের আড়ালে আমদানি নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট, সেক্স টয়, পুরাতন ল্যাপটপ ও আমদানি শর্তযুক্ত পণ্য মোবাইল ফোন, মেডিসিন, ড্রোন, ওয়াকিটকি এবং অতি উচ্চ শুল্কের পণ্য মোবাইল এলসিডি, সানগ্লাস কোনো প্রকার ঘোষণা ও আমদানি শর্ত প্রতিপালন না করে মিথ্যা ঘোষণায় ভিআইপি মর্যাদায় খালাস দিচ্ছে ও নিচ্ছে।

‘যার ফলে সরকার প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং এসব অবৈধ ও আমদানি নিষিদ্ধ মালামালে বাজার সয়লাব হয়ে যাচ্ছে। এর ফলে বৈধ ব্যবসায়ীরা এই প্রতিযোগিতামূলক বাজারে অসাধু কাস্টমস কর্মকর্তাদের যোগসাজশে তৈরি এই চোরাকারবারীদের চোরাচালানের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পথে বসে যাচ্ছে। আর এই ফাঁকিকৃত রাজস্বের ১০ থেকে ১২ কোটি টাকা যাচ্ছে অসাধু কাস্টমস কর্মকর্তা ও চোরাচালান সিন্ডিকেটের পকেটে।’

এতে আরও বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের ব্যাগেজ রুলস সংশোধনের ফলে প্রবাসী একজন যাত্রী সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে একবার একটি মাত্র নতুন মোবাইল ফোন আনতে পারবেন। বৈধভাবে মোবাইল আমদানিতে বিটিআরসির আমদানি শর্ত এবং প্রতি পিস মোবাইল ফোনের আমদানি মূল্যের ওপর ৫৮ দশমিক ৪ শতাংশ শুল্কের বিধান রয়েছে। দেশে প্রচুর মোবাইল ফোনের চাহিদা থাকায় চোরাচালান সিন্ডিকেট ও অসাধু কাস্টমস কর্মকর্তারা এ সুযোগে ঢাকা কাস্টমস হাউসের এয়ার ফ্রেইট ইউনিটের ডেলিভারি গেট-১ কে চোরাচালানের রুট বানিয়েছে। ডেলিভারি গেট-১ দিয়ে চীন, হংকং, দুবাই, সিঙ্গাপুর ও ইউএসএ থেকে আমদানি করা কমার্সিয়াল পণ্য চালানের আড়ালে প্রতিদিন প্রায় ২৫০০ থেকে ৩০০০ পিস মোবাইল ফোন কোনো প্রকার শুল্ক পরিশোধ না করে ও আমদানি শর্ত প্রতিপালন না করে মিথ্যা ঘোষণায় ডেলিভারি হচ্ছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অথচ এসব মোবাইল ফোনের শুল্ক-কর প্রায় ৬ থেকে ৭ কোটি টাকা। যা থেকে প্রতিদিন সরকার বঞ্চিত হচ্ছে এবং বৈধ মোবাইল ফোন আমদানিকারকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়াও এসব কমার্সিয়াল পণ্য চালানের আড়ালে আমদানি নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট, সেক্স টয়, পুরাতন ল্যাপটপ, মাদক দ্রব্য ও আমদানি শর্তযুক্ত পণ্য মেডিসিন, ড্রোন, ওয়াকিটকি ৬০ শতাংশ কমিশনে চোরাচালান হচ্ছে। অর্থাৎ অসাধু কাস্টমস কর্মকর্তারা এসব চোরাচালান সিন্ডিকেটের কাছ থেকে মোট রাজস্ব ফাঁকির ৬০ শতাংশ কমিশন হিসেবে ঘুষ নিচ্ছেন।


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের হাওয়া সারা বাংলাদেশে বইছে : গিয়াস উদ্দিন Aug 18, 2025
img
জেআরপিতে ৪৫৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে : পররাষ্ট্র মন্ত্রণালয় Aug 18, 2025
img
যশোরে অনৈতিক লেনদেনের অভিযোগে গণ অধিকার পরিষদ নেতার পদত্যাগ Aug 18, 2025
img
২০০৮ সালের নির্বাচনের পূর্ব-নকশাও আগে থেকেই করা হয়েছিল: মঈন খান Aug 18, 2025
img
ডাকসু ও হল সংসদ নির্বাচনে যুক্ত হলো আরও দুই ভোটকেন্দ্র Aug 18, 2025
img
কুড়িগ্রামে লাইনচ্যুত লোকাল ট্রেন উদ্ধারে আসা ট্রেনও লাইনচ্যুত Aug 18, 2025
img
আফ্রিদি কুকুরের মাংস খেয়ে ঘেউ ঘেউ করছিল: ইরফান Aug 18, 2025
img
জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, আসুন আমরা সংলাপে বসি: ড. তাহের Aug 18, 2025
img
শাহিদের জায়গায় বেদাঙ্গ, নতুন রূপে ফিরছে ‘বিবাহ’ Aug 18, 2025
img
ঢাকা কাস্টমসের ২ কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও দুদকে অভিযোগ Aug 18, 2025
img
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩ Aug 18, 2025
img
বাবরকে স্ট্রাইক রেট বাড়ানোর পরামর্শ দিলেন পাকিস্তানের কোচ Aug 18, 2025
img
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমেছে বাজারে Aug 18, 2025
img
এবারের দুর্গাপূজায় ফেলুদাকে নিয়ে চমক দিলেন সৃজিত মুখোপাধ্যায় Aug 18, 2025
img
বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবি শিক্ষার্থী শিফা Aug 18, 2025
img
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে: তারেক রহমান Aug 18, 2025
img
এস আলমের চেয়ারম্যান মাসুদসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা Aug 18, 2025
ধারাভাষ্যে না দেখা যাওয়ার আসল কারণ জানালেন ইরফান পাঠান Aug 18, 2025
পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক; বাবর-রিজওয়ানকে অবসরে যেতে বললেন! Aug 18, 2025
জাবি ছাত্রদলের দুপক্ষের মধ্যে উত্তেজনা, কারন কি? Aug 18, 2025