কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নির্বাচনের একটা হাওয়া সারা বাংলাদেশে বইছে।
রোববার (১৮ আগস্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরাও যারা বিএনপি করি আমরা জনগণের কাছে যাচ্ছি। আমাদের নেতাকর্মীদের বলেছি যে, জনগণের কাছে যাওয়ার জন্য। কারণ ভোটের মালিক জনগণ। জনগণকে যদি আমরা আমাদের কাছে আনতে পারি তাহলে আমাদের বিজয় ইনশাল্লাহ হবে। সে কারণে আমরা বিভিন্ন জায়গায় প্রচারকার্য করছি এবং বিভিন্ন জায়গায় যাচ্ছি।
গিয়াসউদ্দিন বলেন, যে ছেলে-মেয়ের বয়স আজকে ৩৫-৪০ বছর, তারা বিগত দিনে একটিবারের জন্যও ভোট দিতে পারেনি। তাদের মধ্যে আজকে নতুন স্বপ্ন আগামী নির্বাচনে তারা ভোট দেবে। এই কারণে বিএনপির দায়িত্ব ও কর্তব্য অনেক বড়। এই নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য যা কিছু করা দরকার সেগুলো করতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে এবং সেগুলো করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এই ঘোষণা আসার পরে মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচন দেখতে। গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। আজকে ভোট দেওয়ার জন্য তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে।
অনুষ্ঠানে সোনারগাঁ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুকুল, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আশরাফ প্রধান, সোনারগাঁ থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, সোনারগাঁ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা ও সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিনসহ নেতাকর্মীরা।