বলিউডে অভিনেতাদের নিয়ে জেষ্ঠ্য অভিনয়শিল্পীরা নানাভাবেই আলোচনা-সমালোচনা করে থাকেন। যেমন, ফারহান আকখতারের অভিনয় নিয়ে একবার খোলামেলা আলোচনা করেছিলেন নাসিরউদ্দিন শাহ। এই জ্যেষ্ঠ শিল্পীর মতে, ফারহানের প্রতিভা-ব্যক্তিত্ব দারুণ হলেও তার অভিনয় ভালো লাগে না নাসিরুদ্দিনের। বিষয়টি নিয়ে যে অসম্মানিত ও অপমানিত বোধ করেন ফারহান; সেটা বোঝা গেল তার সাম্প্রতিক এক বক্তব্যে।
২০১৩ সালে ফারহানকে নিয়ে নাসিরুদ্দিন শাহ স্পষ্ট বলেছিলেন, ‘ফারহানের অনেক প্রতিভা আছে; অভিনয়, গান, লেখা, এমনকি রান্নাও জানেন। কিন্তু ফারহান আখতারের অভিনয় আমার ভালো লাগে না। তবে তার প্রথম পরিচালিত সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ ভালো লেগেছিল। আমি তার অভিনয়ের ভক্ত নই; তবে ওকে আমি দারুণ মানুষ মনে করি।’
কিন্তু ১২ বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন ফারহান। এই অভিনেতা ও নির্মাতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহ তার অভিনয় ও ছবিকে নিয়ে অপমান করেছেন, তাই বিষয়টি নিয়ে আর তার সঙ্গে কথা বলতে চাননি।
ফারহান বলেন, ‘আমি ২৫ বছর ধরে কাজ করছি। যাদের আমি চিনি, যাদের কাজ নিয়ে মনে হয়েছে কিছু বলার আছে, তাদের আমি ফোন করেছি বা দেখা করেছি। তবে সেটা ভালোবাসা আর সম্মানের জায়গা থেকে করেছি। যদি মনে হয় শুধু প্রকাশ্যে একটা মন্তব্য ছুঁড়ে দিলাম, যেটা আপনাকে তুচ্ছ করছে, তাহলে কেন আমি যোগাযোগ করব? যে মানুষ আপনাকে সম্মানই করে না, তার কাছে কেন যাব?’
জাভেদ আখতারের ছেলে ফারহান আখতার বলিউডে যাত্রা শুরু করেছিলেন সহকারী পরিচালক হিসেবে—‘লামহে’ (১৯৯১) এবং ‘হিমালয় পুত্র’ (১৯৯৭) ছবিতে। পরে পরিচালক হিসেবে ‘দিল চাহতা হ্যায়’, ‘লক্ষ্য’ ও ‘ডন’তাকে আলোচনায় নিয়ে আসে। এর পরে অভিনয়ে আসেন তিনি; ‘রক অন!’, ‘লাক বাই চান্স’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘দিল ধড়কনে দো’-এর মতো ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ান।
এমকে/টিকে