ভয়কে জয় করে রোমাঞ্চের স্বাদ নিলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। কানাডার মন্ট্রিয়ালে ২১০ ফুট উঁচু থেকে জীবনের প্রথম বাঞ্জি জাম্প দিলেন তিনি। মুহূর্তটির ভিডিও ফেসবুকে শেয়ার করার পর ভিউ ছড়িয়েছে লাখের ঘরে, প্রশংসায় ভরছে কমেন্টবক্স।
২১০ ফুট উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরে কানাডা সফরে রয়েছেন হিমি। সেখানকার মন্ট্রিয়াল বাঞ্জিতে লাফ দিয়েছেন। জীবনের প্রথম এ অভিজ্ঞতার আগ মুহূর্তে ভয়ে তটস্থ হয়ে যান হিমি।
পারবেন না পাবেন না বলেও শেষ পর্যন্ত লাফ দেন। সুস্থ-স্বাভাবিকভাবেই পরে নেমে আসেন।
লাফ দেওয়ার ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। মাত্র দুই ঘণ্টায় সেটির ভিউ হয় প্রায় তিন লাখ।
হাজারো মন্তব্যে অনুসারীরা তাঁর সাহসের প্রশংসা যেমন করছে, তেমনি নিজেদের ভয়ের কথাও লিখেছে।
ইএ/টিকে