'রোহিত তোমাকে আরও ৫ বছর আমাদের দরকার, ফিটনেসে মন দাও', বললেন যুবরাজের বাবা

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা। শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেয়া রোহিত। কিন্তু ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে আন্তর্জাতিক ক্যালেন্ডারে গুরুত্ব হারানোয় সামনের দিনগুলোয় আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই দেখা যাবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে নিয়মিত খেলার বাইরে থাকায় এই ক্রিকেটার আদৌ ফিটনেস ধরে রাখতে পারবেন কি–না তা নিয়ে সন্দিহান ভারতের টিম ম্যানেজমেন্ট। 

বয়স হয়ে গেছে ৩৮। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ আসতে আসতে রোহিত শর্মার বয়স হয়ে যাবে ৪০। এমনিতেই ওয়ানডে ম্যাচের সংখ্যা কমে যাওয়ায় কম খেলে রোহিত-কোহলির মতো বর্ষীয়ান খেলোয়াড়রা ফিটনেস কতোটুকু ধরে রাখতে পারবেন তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। এমনকি টিম ম্যানেজমেন্ট রোহিতদের অবসরের ভাবনা জানতে চায় বলে গুঞ্জনও আছে।

কিন্তু, এমন পরিস্থিতিতে 'হিটম্যান' রোহিতের পক্ষে এবার ব্যাট ধরেছেন ভারতের সাবেক অলরাউন্ডার যোগরাজ সিং। সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ ভারতের ক্রিকেটে পরিচিত স্পষ্টভাষী হিসেবে। এবারও ব্যতিক্রম হয়নি, রোহিতের পক্ষ নিয়েছেন তিনি জোরালোভাবেই।

ভারতের ওয়ানডে অধিনায়কের ক্লাস ও দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন যোগরাজ।

যোগরাজের বিশ্বাস, ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ঠেলে দিতে পারলে রোহিতের সামনে এখনও অনেক কিছু দেওয়ার সুযোগ আছে।

রোহিত সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৮৩ বলে ম্যাচ জেতানো ৭৬ রানের ইনিংস খেলে ভারতকে শিরোপা এনে দেন। সেই ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও যায় তার দখলে।



যোগরাজের মতে, সেই ইনিংসই প্রমাণ করে রোহিত এখনও ওয়ানডে ক্রিকেটে অদ্বিতীয়। নিউজ১৮ ক্রিকেটনেক্সটকে এই সাবেক ক্রিকেটার বলেন, 'যার ব্যাপারে এত মানুষ বাজে কথা বলে, সেই রোহিত শর্মা... আমি সেদিনই বলেছিলাম, রোহিত হবে সেই ব্যক্তি, আমাদের ম্যাচ উইনার।

যেভাবে সে ব্যাট করেছে, তার ব্যাটিং এক পাশে, আর পুরো দলের ব্যাটিং অন্য পাশে। তার ইনিংস একদিকে, আর বাকি দুনিয়া অন্যদিকে। এটাই তার ক্লাস। বলা যায়, রোহিত, তোমাকে আরও পাঁচ বছর আমাদের দরকার। দেশকে আরও কিছু দাও, ফিটনেসে মন দাও। প্রতিদিন সকালে তাকে (রোহিত) ১০ কিলোমিটার দৌড় করানো উচিত। যদি সে চায়, তাহলে ৪৫ বছর বয়স পর্যন্ত খেলতে পারবে।’

কখনও মুখে লাগাম না টানা যোগরাজ এবারও সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করেছেন। বিশেষ করে যারা রোহিতের ফিটনেস বা সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে অথচ নিজেরা কখনও উচ্চস্তরের ক্রিকেট খেলেননি। যোগরাজ বলেন, 'আমি বিশ্বাস করি আপনাকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে; যত বেশি খেলবেন, তত বেশি ফিট থাকবেন। ফাইনালে ম্যাচসেরা কে হয়েছিল? রোহিত শর্মা। তাহলে এমন বিষয় নিয়ে কথা বলুন, যেটা আপনি জানেন। তার খেলা আর ফিটনেস নিয়ে কথা বলবেন কেবল তখনই যদি আপনি কোনো পর্যায়ে খেলেছেন। লজ্জা হয় না এসব কথা বলতে?' 

যদিও রোহিতের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে শোনা যাচ্ছে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত ও বিরাট কোহলি দুজনই ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। এর পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে বিসিসিআই'র নতুন নীতি, যেখানে আন্তর্জাতিক তারকাদের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট, যেমন: বিজয় হাজারে ট্রফিতে খেলতে হতে পারে।

তবে, আপাতত রোহিত শর্মাই ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এমআর/এসএন   

Share this news on:

সর্বশেষ

img
জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে, আসুন আমরা সংলাপে বসি: ড. তাহের Aug 18, 2025
img
শাহিদের জায়গায় বেদাঙ্গ, নতুন রূপে ফিরছে ‘বিবাহ’ Aug 18, 2025
img
ঢাকা কাস্টমসের ২ কর্মকর্তার বিরুদ্ধে প্রধান উপদেষ্টা ও দুদকে অভিযোগ Aug 18, 2025
img
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬ ভরি স্বর্ণ উদ্ধার, আটক ৩ Aug 18, 2025
img
বাবরকে স্ট্রাইক রেট বাড়ানোর পরামর্শ দিলেন পাকিস্তানের কোচ Aug 18, 2025
img
হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, দাম কমেছে বাজারে Aug 18, 2025
img
এবারের দুর্গাপূজায় ফেলুদাকে নিয়ে চমক দিলেন সৃজিত মুখোপাধ্যায় Aug 18, 2025
img
বিশ্বের শীর্ষ ৫০ নারী নেত্রীর তালিকায় জবি শিক্ষার্থী শিফা Aug 18, 2025
img
দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য হতে না পারে: তারেক রহমান Aug 18, 2025
img
এস আলমের চেয়ারম্যান মাসুদসহ ২০ জনের বিরুদ্ধে দুদকের মামলা Aug 18, 2025
ধারাভাষ্যে না দেখা যাওয়ার আসল কারণ জানালেন ইরফান পাঠান Aug 18, 2025
পাকিস্তান ক্রিকেটে নতুন বিতর্ক; বাবর-রিজওয়ানকে অবসরে যেতে বললেন! Aug 18, 2025
জাবি ছাত্রদলের দুপক্ষের মধ্যে উত্তেজনা, কারন কি? Aug 18, 2025
গণপরিষদ নির্বাচন নিয়ে যা বললেন এনসিপি নেতা আখতার Aug 18, 2025
স্বৈরাচারের পুনর্জাগরণকে প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ বিএনপি Aug 18, 2025
ইউক্রেনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সহজ নয় দাবী :জেলেনস্কির Aug 18, 2025
ইসরাইলি কমান্ড সেন্টারে মর্টারশেলের বৃষ্টি রালো আল কাসাম যোদ্ধারা Aug 18, 2025
দোনেৎস্ক অঞ্চল ছেড়ে দিলে শান্তি চুক্তিতে যেতে রাজি রাশিয়া Aug 18, 2025
ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের সব ধরনের ভিজিট ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র Aug 18, 2025
দনবাস ছাড়লে যুদ্ধ থামাবে রাশিয়া, শর্ত পুতিনের Aug 18, 2025