নেটফ্লিক্স শো-তে দুর্দান্ত টিজার বেড়োলো শাহরুখ পুত্র আরিয়ানের। যা নিজের সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজেই প্রকাশ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
শুরুতেই আলো ছায়া থেকে অ্যাকশন মুডে বের হতে দেখা যায় কালো লেদার জ্যাকেট পরা এক পুরুষকে। চেহারা আবছা, চেনার উপায় নেই। কিন্তু ব্যাকগ্রাউন্ডে বাজছে শাহরুখের ‘মহব্বতে’ সিনেমার আইকনিক সেই ভায়োলিনের সুর, ‘হামকো হামিছে চুরালো’।
কিং খানের কণ্ঠে সেই বিখ্যাত সংলাপ, ‘এক লাড়কি থি দিওয়ানি সি’, লতা মঙ্গেশকরের কলিজা ঠাণ্ডা করা হামিং ‘লা লা লা লা’, আবার সংলাপ, ‘এক লাড়কে মারতি থি’, লতার কণ্ঠ-শাহরুখের সংলাপ পরপর চলতে থাকে। রোমান্টিক সেই আবহের সাথে সাথে আবেদনময় পোজে হাজির হলেন বলিউডের তরুণ দুই মুখ লক্ষ ও সাহের।
ব্যাকশটে কালো লেদার জ্যাকেটে ভায়োলিন বাজাচ্ছেন এক পুরুষ, পুরো পর্দাজুড়ে ভেসে এলো এক জোড়া চোখ, তারপর ঠোটজোড়ার কোনে মিষ্টি হাসি। এ যেন শাহরুখের সেই তরুণ বেলা। না, তিনি শাহরুখ নন, কিন্তু তারই ভবিষ্যত প্রজন্ম, তিনি শাহরুখের বড় ছেলে আরিয়ান খান।
এবার পর্দায় দেখা গেলো ভায়োলিন হাতে আরিয়ান খানকে। কিন্তু তিনি এসেই রোমান্টিক সেই আমেজকে মজার সংলাপে কমেডিতে রূপান্তর করেন! শুরু হয় মূল টিজারের স্বাদ, একের পর অ্যাকশন দৃশ্য আর ড্রামার মিশেলে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়।
টিজারটি শেয়ার করে শাহরুখ খান হিন্দি ও ইংরেজির মিশেলে লিখেছেন, ‘‘আপনে মাঙ্গা অউর নেটফ্লিক্স নে পুরা কার দিয়া... এ থোড়া জিয়াদা হো গায়া নেহি? পার আদাত ডাল লো... কিউকি ‘দ্যা ব্যা***ডস অব বলিউড’ প্রিভিউ উইল বি আউট অন আগস্ট ২০’’, অর্থাৎ আপনারা চেয়েছেন আর নেটফ্লিক্স সেই প্রত্যাশা পূরণ করে দিয়েছে। তবে এটা একটু বেশি বেশি হয়ে গেল না? কিন্তু অভ্যাস তৈরি করে নিন, কারণ ২০ আগস্ট থেকে প্রিভিউ শুরু হচ্ছে ‘দ্যা ব্যা***ডস অব বলিউড’-এর।
‘দ্যা ব্যা***ডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের। তবে তিনি বাবা আর ছোট বোনের মতো অভিনয় করেননি। এটির গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন আরিয়ান খান। এতে নায়ক নায়িকার ভূমিকায় দেখা যাবে তুলনামূলক নতুন দুই মুখ লক্ষ্য লালওয়ানি এবং সাহেরকে।
লক্ষ্য এর আগে করণ জোহরের হাত ধরে বলিউডে এসেছেন ‘কিল’ ছবি দিয়ে। প্রথম ছবিতেই ভীষণ প্রশংসা কুড়িয়েছেন তিনি, পেয়েছেন নবাগত অভিনেতা হিসেবে বলিউডের একাধিক প্রথমসারির পুরস্কার।
শাহরুখের কণ্ঠ শোনা গেলেও এই ছবিতে তাকে দেখা যাবে কিনা তা এখনো জানা যায়নি। তবে এই ছবিটি নিয়ে বিখ্যাত করণ জোহর সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি ভীষণ আশাবাদী। আরিয়ান খানের কাজের স্টাইল ও সিনেমা নিয়ে চিন্তা ভাবনা অন্যদের থেকে একেবারেই আলাদা বলে দাবী করেন তিনি।
আরিয়ানের প্রথম পরিচালিত সিরিজটি নেটফ্লিক্সের জন্য নির্মিত হয়েছে।
ইএ/টিএ