বার্তা ফাঁসকারীকে খুঁজছে সিএমপি

অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর ওয়্যারলেসে এই বার্তা দেন তিনি।


সিএমপি কমিশনারের এই বার্তা ওয়্যারলেসসহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন।

এদিকে, কমিশনারের এই বার্তা ফাঁস হওয়ায় অস্বস্তিতে রয়েছেন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা। নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেছেন তারা। তাদের মতে এই বার্তা ফাঁস করেছে সিএমপির কোনো কর্মকর্তা।

হয়তো কমিশনারের ওপর ক্ষোভ ঝাড়তে এমন কাণ্ড ঘটিয়েছে কেউ।

সিএমপির কর্মকর্তারা জানান, ওয়্যারলেস বার্তা ফাঁস করা নতুন নয়। এর আগে সম্প্রতি একবার ওয়্যারলেস বার্তা ফাঁস হয়েছিল। সবশেষ বার্তাটি মূলত পুলিশ সদস্যদের পক্ষে গেছে। তারপরও এটি জনসম্মুখে যাওয়াটা নেগেটিভ মেসেজ। এ ঘটনার পর সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়্যারলেসে স্পর্শকাতর কোনো বার্তা দিতে সাহস করছেন।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা গেছে, কোনো একটি ভবনের ভেতর থেকে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। ৩ মিনিটের ৯ সেকেন্ডের ভিডিওতে একজনকে হাতে ওয়াকিটকি ধরে রাখতে দেখা যায়।

সিএমপি সূত্র জানায়, ভিডিও ধারনকারীকে শনাক্তে ইতোমধ্যে মাঠে নেমেছে সিএমপির একাধিক কর্মকর্তা। তারা নানা এঙ্গেলে চেষ্টা করে দেখছেন। নানা সমীকরণও মিলিয়ে দেখছেন। ভিডিওতে টাইলস মোড়ানো ফ্লোরটি শনাক্ত করা গেলে তদন্ত প্রক্রিয়া কিছুটা এগুবে বলে তাদের মত। পাশাপাশি সোর্সের মাধ্যমেও চেষ্টা করে দেখছেন কর্মকর্তারা।

সিএমপির উপ-কমিশনার (ডিসি) পদমার্যাদার এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ভিডিওটি প্রকাশের পর ঊর্ধ্বতন কর্মকর্তার এমন কড়া বার্তা পেয়ে উজ্জীবিত পুলিশ সদস্যরা। তবে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এভাবে নিজেদের সেনসিটিভ বার্তা বাইরে যাওয়া। এভাবে হলে কাজ করাটা একটু জটিল হয়ে যাচ্ছে। সিএমপির কেউ এ কাজ করেছেন। তাকে আমরা শনাক্তের চেষ্টা করছি।

এর আগে গত সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে মিছিল করে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসময় বিক্ষোভকারীদের হামলায় পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা গুরুতর আহত হন। পরদিন (মঙ্গলবার) দিবাগত রাতে ওয়্যারলেসে সিএমপির সব সদস্যদের উদ্দেশে মৌখিক নির্দেশনায় সিএমপি কমিশনার বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে যে অস্ত্রের প্রাধিকার ছিল, ওই প্রাধিকার অনুযায়ী থানার মোবাইল পার্টি, পেট্রোল পার্টি, ডিবির টিমসমূহ ও সকল ফোর্স অস্ত্র ক্যারি করবে।

আগ্নেয়াস্ত্র ছাড়া এবং লাইভ এমুনিশন ছাড়া কোনো পেট্রোল পার্টি, মোবাইল পার্টি, ডিবির পার্টি, চেকপোস্ট পার্টি বের হবে না। ২০২৪ সালের ৫ আগস্টের আগের প্রাধিকার অনুযায়ী লাইভ এমুনিশন ছাড়া কেউ বের হবে না। প্রাধিকার অনুযায়ী অস্ত্র, গোলাবারুদ এবং স্যুট পরে তারপর ডিউটিতে যাবে, বলেন তিনি।

তিনি বলেন, শুধুমাত্র রবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না। বন্দরে (বন্দর থানা) একজন এসআই গুরুতর আহত হয়েছেন। আরেকদিন আরও বড় দুর্ঘটনা ঘটবে। বন্দর থানার অফিসার যে অবস্থায় পড়েছেন, ওই পরিস্থিতিতে পড়লে যেন লাশ ছাড়া মোবাইল পার্টি, পেট্রোল পার্টি ফেরত না আসে। পুলিশের কোনো টহল পার্টির সামনে অস্ত্র বের করলে, আই রিপিট, সেটা ধারালো অস্ত্র হতে পারে কিংবা আগ্নেয় অস্ত্র হতে পারে- অস্ত্র বের করা মাত্র গুলি হবে, এতে কোনো সন্দেহ নাই, সবাইকে বলছি। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, দণ্ডবিধি ৯৬ থেকে ১০৬ পর্যন্ত, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সকল পুলিশ অফিসারের আছে। অস্ত্র কিংবা কোপ দেওয়ার আগে অস্ত্র বের করা মাত্র গুলি হবে। সরকারি গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। 

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: তারেক রহমান Aug 17, 2025
img
জন্মাষ্টমীতে পূজা করে ফের ট্রলের শিকার নুসরাত জাহান Aug 17, 2025
মালিবাগে অগ্নিকাণ্ড; যা জানালো প্রত্যক্ষদর্শীরা Aug 17, 2025
চীনের সহায়তায় ইরানের প্রতিরক্ষা জাগরণ, উদ্বেগে ইসরাইল Aug 17, 2025
পদ টিকিয়ে রাখতে স্ত্রীকে গার্লফ্রেন্ড পরিচয় দিতেন ছাত্রদল নেতা Aug 17, 2025
img
নিধি আগারওয়ালের জন্মদিনে 'দ্য রাজা সাব' টিমের উষ্ণ শুভেচ্ছা Aug 17, 2025
img
ব্যাটিং বিপর্যয়ে হারল বাংলাদেশ Aug 17, 2025
img
মানুষ এখন আপনাদের ফাঁকিবাজি ভালোভাবেই বুঝতে পারে : বাঁধন Aug 17, 2025
img
৩ ফরম্যাটে এক অধিনায়ক নীতিতে ফিরছে টিম ইন্ডিয়া! Aug 17, 2025
img
শিবাকার্থিকেয়ানের মতে ইয়াশ হবে রাবণ চরিত্রের জন্য একদম উপযুক্ত Aug 17, 2025
img
দল ঘোষণা করল বিসিবি, নেই সোহান-বিজয় Aug 17, 2025
img
সেন্সর বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে 'পরম সুন্দরী' টিম Aug 17, 2025
img
কনসার্ট বাতিলে আর্টসেলের কাছে ১৪ লাখ টাকার ক্ষতিপূরণ দাবি Aug 17, 2025
img
আল্লু অর্জুন নাকি রণবীর কাপুর! কে থাকবে ‘ডিস্কো ড্যান্সার ২’ তে Aug 17, 2025
img
নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত অন্তত ৩ Aug 17, 2025
img
ক্ষমতা পালাবদলের সঠিক পদ্ধতি আমরা ৫৪ বছরেও পাইনি : শিবির সেক্রেটারি Aug 17, 2025
img
পাওয়ান কল্যাণের বিপরীতে ‘ওজি’-তে প্রিয়াঙ্কা আরুল মোহন Aug 17, 2025
img
অভিনয় নয়, এবার প্রযোজক রূপে অজয় দেবগন Aug 17, 2025
img
রাজধানী ঢাকায় আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার Aug 17, 2025
img
রিজার্ভের পরিমাণ নিয়ে নতুন তথ্য প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক Aug 17, 2025