আগত রোম্যান্টিক কমেডি ‘পরম সুন্দরী’-এর মুক্তির মাত্র কয়েক দিন আগে শুরু হয়েছে বিতর্ক। সিধার্থ মালহোত্রা এবং জান্ভি কপূরের নতুন এই ছবি ২৯ আগস্ট মুক্তি পেতে চলেছে। তবে কেরালার কিছু খ্রিস্টান ও মালায়ালি গোষ্ঠী ট্রেলারের কিছু দৃশ্য, বিশেষ করে একটি চার্চের ভেতরে রোম্যান্টিক দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে।
এই গোষ্ঠী সিবিএফসি, মুম্বাই পুলিশ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন এবং দাবি জানিয়েছেন, “অশ্লীল” দৃশ্যগুলো চূড়ান্ত কাট থেকে বাদ দিতে হবে। ছবির প্রযোজক দীনেশ বিজান-এর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে, যদি এই সংবেদনশীল দৃশ্যগুলো রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তারা প্রতিবাদে নামবেন।
এছাড়াও, ছবিতে মালায়ালিদের উপস্থাপনায় কিছু স্টেরিওটাইপ চিত্র প্রদর্শনের অভিযোগ এসেছে। মলায়ালি অভিনেত্রী পবিত্রা মেনন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কেন হিন্দি ছবিগুলোতে এমন চরিত্রের জন্য প্রামাণিক মালায়ালি অভিনেতাদের সুযোগ দেওয়া হয় না।
সেন্সর বোর্ডের সম্ভাব্য হস্তক্ষেপ এবং এই বিতর্ক ‘পরম সুন্দরী’র নিরবিচ্ছিন্ন মুক্তির পথে ছায়া ফেলেছে। ফলে দর্শক এবং বিনোদন শিল্প এখন চূড়ান্ত সিবিএফসি সিদ্ধান্তের দিকে নজর রাখছে।
এসএন