২০২৫-২৬ অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তয়ানে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সেই লক্ষ্যে সভা করেছে সংস্থাটির সংশ্লিষ্টরা।
রোববার (১৭ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশের গুলশান নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত কর্মপরিকল্পনার বিষয়ে নানান পরামর্শ নির্দেশনা বিষয়ে তুলে ধরা হয়।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজসহ ডিএনসিসির সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সব অঞ্চলের রাজস্ব সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬,০৬৯ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৬৩৬ কোটি টাকা, যা মোট বাজেট আয়ের ৬০ শতাংশের সমপরিমাণ।
এফপি/ এসএন