ভারতের ওটিটি দুনিয়ায় আসছে এক ব্যতিক্রমী আয়োজন। নেটফ্লিক্স ইন্ডিয়া তৈরি করতে যাচ্ছে ১৯৪৫ সালের প্রেক্ষাপটে নির্মিত এক পিরিয়ড অ্যাকশন–ক্রিচার ছবি। বিশাল আকারের এই প্রজেক্টে অভিনয়ের প্রস্তাব পেয়েও শেষ পর্যন্ত অভিনয় না করে প্রযোজনায় যুক্ত হয়েছেন অজয় দেবগন। নিজের প্রতিষ্ঠান দেবগন ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন তিনি।
মূল চরিত্রে থাকছেন সিদ্ধান্ত চতুর্বেদী। পাশাপাশি আরেক গুরুত্বপূর্ণ ভূমিকায় যুক্ত হয়েছেন মোহিত রায়না, যিনি দেবগনের স্থলাভিষিক্ত হয়েছেন। ছবিটি লিখেছেন এবং পরিচালনায় আছেন নেহা শর্মা। এটিই তাঁর প্রথম চলচ্চিত্র পরিচালনা।
ঐতিহাসিক নাটক, অ্যাকশন আর ক্রিচার–থ্রিল একসাথে বুনে দিতে চলেছেন নেহা। আগামী অক্টোবরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। নেটফ্লিক্সের সঙ্গে অজয় দেবগনের এটি দ্বিতীয় কাজ। এর আগে ২০২১ সালে তাঁর প্রযোজনায় নির্মিত হয়েছিল ‘ত্রিভঙ্গ’।
ওটিটি আর প্রেক্ষাগৃহ উভয় মাধ্যমেই একের পর এক নতুন কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন দেবগন। এদিকে বিশাল প্রযোজনা ব্যয়, নতুন গল্প এবং নেটফ্লিক্সের শক্তিশালী প্ল্যাটফর্ম মিলিয়ে এই প্রজেক্টকে ইতিমধ্যেই বলা হচ্ছে ভারতীয় ওটিটির এক সম্ভাব্য গেম–চেঞ্জার।
এসএন