মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২২ আগস্ট তার রাশিয়ান এবং ইউক্রেনীয় প্রতিপক্ষের সাথে একটি ত্রিপক্ষীয় বৈঠক করতে চান। শনিবার (১৬ আগস্ট) অ্যাক্সিওস নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার শীর্ষ সম্মেলনের পর, ট্রাম্প ইউরোপীয় নেতাদের একটি ফোন কলে বলেছিলেন, তিনি পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে একটি বৈঠক করতে চান।
এরই ধারাবাহিকতায় ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে দেখা করবেন এবং তিনি এতে ইউরোপীয় নেতাদের যোগদানের জন্য আমন্ত্রণও জানিয়েছেন।
এদিকে, প্রস্তাবিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়টি পুতিন এখনও প্রকাশ্যে নিশ্চিত করেননি।
ট্রাম্প এবং পুতিন শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে অংশ নেন, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে দুই নেতার মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক।
২০০৭ সালের পর এটি ছিল মার্কিন মাটিতে পুতিনের প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টের সাথে আলোচনা।
সম্মেলনে ইউক্রেন নিয়ে কোনো চুক্তি না হলেও পুতিন শীর্ষ সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে বলেন যে, তিনি এবং ট্রাম্প একটি সমঝোতায় পৌঁছেছেন।
অন্যদিকে, ট্রাম্প তার পক্ষ থেকে বলেছেন, তারা কিছুটা অগ্রগতি করেছেন তবে স্বীকার করেছেন যে চলমান সংঘাতের অবসান ঘটাতে তারা কোনো চুক্তিতে পৌঁছাননি।
তবে চুক্তির বিষয়টি এখন ইউক্রেনের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন ট্রাম্প।
এমআর/এসএন