বয়স আর ফর্ম দুটোই তেমন সঙ্গ দিচ্ছে না। তবুও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদা কমেনি সাকিব আল হাসানের। জাতীয় দল থেকে বাদ পড়লেও ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার বিশ্বের সব প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন। বর্তমানে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।
রোববার ভোরে (১৭ আগস্ট) সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনস নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে। আর সেই ম্যাচের আগে ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
নিজের সিপিএল ক্যারিয়ার প্রসঙ্গে সাকিব বলেন, 'এখানে এই নিয়ে পঞ্চম বা ষষ্ঠ মৌসুম খেলতে এলাম। প্রতিবারই এখানে আসাটা উপভোগ করি।
(প্রায় প্রতিবারই) নতুন দল, নতুন অভিজ্ঞতা)। আমি ভীষণ এক্সাইটেড। এবার আমরা শুরুটা তেমন ভালো করতে পারিনি। তবে খুব একটা পিছিয়ে পড়িনি তাতে। এটা একটা লম্বা টুর্নামেন্ট। আশা করি এটা আমার সেরা মৌসুম হবে।'
এবারের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হার দিয়ে শুরু করেছে সাকিবের দল অ্যান্টিগা। প্রথম ম্যাচে সেন্ট কিটসের বিপক্ষে হেরেছে তারা। সেই ম্যাচ নিয়ে সাকিবের মূল্যায়ন, 'একটু এদিক-সেদিক করে, কয়েকটা ভালো শট খেলতে পারলে ১৬০ রান করার একটা ভালো সুযোগ ছিল আমাদের, যেটা একটা লড়াইয়ের ভালো সুযোগ তৈরি করে দিত। সেটাই এখন ঠিক করতে হবে।'
অ্যান্টিগা দলে সবচেয়ে প্রবীণ এবং অভিজ্ঞ খেলোয়াড় সাকিব। এবারের সিপিএলেরই অন্যতম প্রবীণ খেলোয়াড় তিনি। এই অভিজ্ঞতা তরুণদের মধ্যে ভাগাভাগি করছেন কি না, সেই বিষয়ে সাকিব বলেন, 'এখনকার বাচ্চারা অনেক অভিজ্ঞ৷ ওরা খেলায় নতুন কিন্তু আমার ধারণা ওরা এই ফরম্যাটের খেলা এত পরিমাণে দেখেছে যে নিজেদের কর্তব্য সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে ওদের। তবে অবশ্যই আমার নেতৃত্ব দিয়ে যদি দলের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, আমি অবশ্যই সেটা চেষ্টা করব৷'
ভোরের ম্যাচটা অ্যান্টিগায় সাকিবের দলের প্রথম ম্যাচ ছিল। হোম ভেন্যুতে জয় দিয়ে শুরুর প্রত্যাশা ছিল সাকিবের, 'আশা করি নিজেদের মাঠে প্রথম ম্যাচটায় জয় দিয়ে শুরু করব। হোম লেগের জন্য সেটা একটা দারুণ শুরু হবে। (পরিবারের বিষয়ে) হ্যা, তারা আসবে।'
সাকিবের কথার মান অবশ্য রেখেছেন সতীর্থরা। শক্তিশালী বার্বাডোজ রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছে তার দল। তবে ব্যাট এবং বল হাতে এদিনও অনুজ্জ্বল ছিলেন সাকিব৷ লো স্কোরিং ম্যাচে বোলিংয়ে এক ওভারে ১৪ রান দেওয়ার পর আর সুযোগ পাননি। আর ব্যাটিংয়ে ১৩ বলে করেন ১৩ রান।
এমআর/এসএন