উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য স্বাস্থ্যব্যবস্থার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে : এনডিএফ

চিকিৎসকদের দেওয়া স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ ব্যবহারের প্রক্রিয়াকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক মন্তব্যকে স্বাস্থ্যব্যবস্থার প্রতি অশ্রদ্ধা বলে মন্তব্য করেছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

সংগঠনের শীর্ষ নেতারা বলেছেন, তার এই মন্তব্য চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও পেশাদারিত্বকে অস্বীকার করার শামিল, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করে।
রোববার (১৭ আগস্ট) এনডিএফ-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এসব কথা বলেন।

এনডিএফ নেতৃবৃন্দ বলেন, চিকিৎসকদের পেশাগত সততা ও দায়িত্ববোধ নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একজন সরকারি উপদেষ্টার কাছ থেকে চিকিৎসকদের অবমাননা অত্যন্ত দুঃখজনক।

নেতারা অভিযোগ করেন, বাংলাদেশের চিকিৎসকরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে কাজ করছেন। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম, পর্যাপ্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে। গ্রাম থেকে শহর পর্যন্ত বেডের স্বল্পতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং কম বেতন-ভাতার মধ্যেও চিকিৎসকরা নিরলসভাবে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন। এই বাস্তবতা উপেক্ষ্যে করে আইন উপদেষ্টার মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এনডিএফ মনে করে, ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে চিকিৎসকরা যেভাবে স্বেচ্ছাসেবামূলকভাবে পাশে দাঁড়িয়েছিলেন, সেটি মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। শুধু তাই নয়, কোভিড-১৯ মহামারি, ডেঙ্গু ও নানা প্রাকৃতিক দুর্যোগে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, কেউ কেউ প্রাণও হারিয়েছেন। এই আত্মত্যাগকে অবজ্ঞা করা সমগ্র স্বাস্থ্যখাতকে অস্বীকার করার শামিল।

সংগঠনের নেতারা আরও বলেন, যেখানে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় রাজনীতিক সম্প্রতি দেশে সফলভাবে ওপেন হার্ট বাইপাস সার্জারি করিয়েছেন এবং দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রেখেছেন, সেখানে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা চিকিৎসকদের অযাচিত সমালোচনা করে জনগণকে ভুল বার্তা দিচ্ছেন। এতে রোগীরা আতঙ্কিত হয়ে বিদেশে চিকিৎসার প্রতি ঝুঁকতে পারেন, যা দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি আস্থাহীনতা তৈরি করবে।

তাদের মতে, গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। তবে সমালোচনা হতে হবে বস্তুনিষ্ঠ ও সম্মানজনক। চিকিৎসক সমাজের প্রতি অবমাননাকর মন্তব্য করা মানে শুধু ডাক্তারদের মর্যাদা ক্ষুণ্ন করা নয়, বরং জনগণের স্বাস্থ্য অধিকারকে অবমূল্যায়ন করা।

বিবৃতিতে এনডিএফ তিনটি দাবি উঠে এসেছে। সেগুলো হলো- ড. আসিফ নজরুলকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।

দেশের জনগণের কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং চিকিৎসক সমাজের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সরকারের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নেতারা স্পষ্ট ভাষায় জানান, চিকিৎসকদের সম্মান ও অধিকার রক্ষায় তারা প্রয়োজনে সর্বাত্মক আন্দোলনে যেতে প্রস্তুত। একই সঙ্গে তারা আশ্বাস দেন, এনডিএফ চিকিৎসক এবং চিকিৎসাসেবার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং রোগী তথা দেশের জনগণের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
'ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলার দুঃসাহস কে দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে'? Aug 18, 2025
img
৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন Aug 18, 2025
img
কর্মকর্তারা কোনো দলের লেজুড়বৃত্তি করবে না: স্বরাষ্ট্র উপদষ্টো Aug 18, 2025
img
কিছু মানুষের ‍লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে: প্রধান উপদেষ্টা Aug 18, 2025
img
পিআর ছাড়া গতিশীল হবে না সংসদ: খেলাফত মজলিস Aug 18, 2025
img
বাবর-রিজওয়ানকে অবসর নেয়ার আহ্বান পাকিস্তানের সাবেক ক্রিকেটারের Aug 18, 2025
img
জনগণ এখন ঘুষ না দিয়েই পাসপোর্ট পাবে : প্রেস উইং Aug 18, 2025
img
ইউনাইটেডকে হারিয়ে জয় দিয়ে মৌসুম শুরু আর্সেনালের Aug 18, 2025
img
নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি দল ষড়যন্ত্রে নেমেছে : সাবেক এমপি হাবিব Aug 18, 2025
img
ঢাকায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি অপু Aug 18, 2025
img
লিঙ্গ বদলের পর বিতর্কে ক্রিকেটার অনয়া বাঙ্গার, এবার যাচ্ছেন ‘বিগ বস’-এ Aug 18, 2025
img
‘এমন নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি’ Aug 18, 2025
img
যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির ছবি Aug 18, 2025
img
নগরকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ Aug 17, 2025
img
উপদেষ্টা ফারুকীর অ্যাপেনডিক্স অপারেশন সম্পন্ন Aug 17, 2025
প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকছেন এবং একটি নিরাপদ “সেফ এক্সিট” খুঁজছেন : শওকত মাহমুদ Aug 17, 2025
মহাকাশে পাকিস্তানের নতুন রিমোট সেন্সিং স্যাটেলাইটের যাত্রা শুরু Aug 17, 2025
ভারতের মাথায় আটকে গেলো সেই ৫০ শতাংশ মার্কিন শুল্ক Aug 17, 2025
দুই দিনের বন্যায় পাকিস্তানে নিহত ৩৫১ জন Aug 17, 2025
img
বিশ্বজুড়ে ঝড় তুলেও প্রত্যাশা পূরণে হোঁচট খেলো কুলি Aug 17, 2025