চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে চলনবিলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন করা হবে।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সন্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সভায় ১১ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা।

তিনি জানান, আইন-কানুন মেনেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু অনুমোদনের ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়। এগুলো হলো পরিবেশ মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র লাগবে এবং প্রকল্পটি যখন বাস্তবায়িত হবে তখন পরিবেশ অধিদপ্তরের লোকজন মনিটরিং করবেন। যাতে পরিবেশের ক্ষতি খুব বেশি না হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে যে কোনো প্রকল্প করতে গেলেই পরিবেশের কিছু না কিছু ক্ষতি হবেই। আমাদের চেষ্টা করতে হবে কতটা কম ক্ষতি করে প্রকল্প বাস্তবায়ন করার। সেই সঙ্গে কিভাবে পরিবেশ সম্মত পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়ন করা যায়, সেটি ভাবতে হবে। তবে বিকল্প থাকলে সেটিও চিন্তা করা দরকার। তবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি নিজস্ব ক্যাম্পাস খুবই প্রয়োজন। এটির ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে বিশেষজ্ঞ প্যানেলের মতামত থাকলে ভালো হতো।

পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী ফেব্রুয়ারিতে যেহেতু জাতীয় নির্বাচন সেহেতু ডিসেস্বর, জানুয়ারির আগেই এডিপি সংশোধন করা হবে।আমরা আগামী সরকারকে বাজেটের একটা রূপরেখা দিয়ে যেতে চাই।

তিনি বলেন, চিনি শিল্প ও ইক্ষু চাষের ভবিষ্যৎ নিয়ে আমার মন্ত্রণালয় থেকে একটা সমীক্ষা করা হবে। সে হিসেবে ভবিষ্যতে কর্মপন্থা নির্ধারণ হবে। তবে সব চিনিকল সংস্কার হবে না৷ দু'একটি রেখে বাকিগুলো অন্য কোন কাজে লাগানো হবে।

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ওয়াসার ভূ-উপরিস্থ পানি সরবরাহ প্রকল্পটিতে আমাদের ধারনা অনিয়ম রয়েছে৷ সেই সঙ্গে আছে ভুল পরিকল্পনা ও সমন্বয়হীনতা। এগুলো খতিয়ে দেখতে আইএমইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মেট্রোরেল প্রকল্পের অতিরিক্ত ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতে মেট্রোরেল লাইন ৫ এর নর্থ ও সাউথ অংশে অনেক বেশি ব্যয় ধরা হয়েছে৷ কিন্তু এখানে আমরা দুর্বল। কিছু করতে পারছি না। কারণ জাইকার সঙ্গে ঋণ চুক্তি হয়েছে। ঠিকাদার নিয়োগ হয়েছে। সেখানে কিছু করার নেই। তবুও চেষ্টা করা হচ্ছে কিছু করা যায় কিনা।

তিনি জানান, দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ স্থাপনের প্রকল্প পাশ করা হয়েছে৷ তবে বলা হয়েছে ডাক্তার ও জনবল যাতে আগেই নিয়োগ দেওয়া হয়। সেটি না হলে সুন্দর বিল্ডিং হবে, যন্ত্রপাতি আসবে। কিন্তু জনবলের অভাবে দিনের পর দিন পড়ে থেকে নষ্ট হবে।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অঙ্কন প্রথম বল থেকেই ছক্কা হাঁকাতে পারে, সাকিব কিংবদন্তি : অ্যালেক্স রস Aug 21, 2025
img
আনুষ্ঠানিক মঞ্চে বিনয়ের দৃষ্টান্ত স্থাপন করলেন শাহরুখপুত্র আরিয়ান Aug 21, 2025
img
‘ফাইল আটকে রাখব’, কমিশন নিয়ে উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস Aug 21, 2025
img
ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ : যা বলছে পুলিশ Aug 21, 2025
img
টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ.লীগ নেতার পদত্যাগ Aug 21, 2025
img
মালয়েশিয়া সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম Aug 21, 2025
img
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান : ২৬ মামলায় চার্জশিট দাখিল Aug 21, 2025
img
বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক Aug 21, 2025
img
ক্রিকেটারদের জন্য নতুন চ্যালেঞ্জ, এবার নেওয়া হবে ‘ব্রঙ্কো’ টেস্ট! Aug 21, 2025
img
জনগণের অর্থ নিজের স্বার্থে খরচ করেছেন শেখ হাসিনা: রিজভী Aug 21, 2025
img
বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা, ৭২ ঘণ্টা সতর্কবার্তা জারি Aug 21, 2025
img
রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান Aug 21, 2025
img
আমার হাসিতে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো : রাজ রীপা Aug 21, 2025
img
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানালেন শাকিব Aug 21, 2025
img
২০০ মিলিয়ন খরচ করে যে দুই তারকাকে ভেড়াতে প্রস্তুত বার্সেলোনা Aug 21, 2025
img
ডাকসু নির্বাচনে কারচুপি: তদন্ত কমিটির মিটিংয়ে থাকবেন রাশেদ খান Aug 21, 2025
img
আমার সৌন্দর্যের কেউ প্রশংসা করে না : তুষি Aug 21, 2025
img
রোহিতের পরিবর্তে নতুন ওয়ানডে অধিনায়ক শ্রেয়াস! Aug 21, 2025
img
৮ মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান Aug 21, 2025
img
‘ভুল আংটি’ দিয়ে জর্জিনাকে বিয়ের প্রস্তাবের অভিযোগ রোনালদোর বিরুদ্ধে Aug 21, 2025