'রোহিত তোমাকে আরও ৫ বছর আমাদের দরকার, ফিটনেসে মন দাও', বললেন যুবরাজের বাবা

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন রোহিত শর্মা। শুধু ওয়ানডে ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেয়া রোহিত। কিন্তু ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে আন্তর্জাতিক ক্যালেন্ডারে গুরুত্ব হারানোয় সামনের দিনগুলোয় আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই দেখা যাবে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে নিয়মিত খেলার বাইরে থাকায় এই ক্রিকেটার আদৌ ফিটনেস ধরে রাখতে পারবেন কি–না তা নিয়ে সন্দিহান ভারতের টিম ম্যানেজমেন্ট। 

বয়স হয়ে গেছে ৩৮। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ আসতে আসতে রোহিত শর্মার বয়স হয়ে যাবে ৪০। এমনিতেই ওয়ানডে ম্যাচের সংখ্যা কমে যাওয়ায় কম খেলে রোহিত-কোহলির মতো বর্ষীয়ান খেলোয়াড়রা ফিটনেস কতোটুকু ধরে রাখতে পারবেন তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। এমনকি টিম ম্যানেজমেন্ট রোহিতদের অবসরের ভাবনা জানতে চায় বলে গুঞ্জনও আছে।

কিন্তু, এমন পরিস্থিতিতে 'হিটম্যান' রোহিতের পক্ষে এবার ব্যাট ধরেছেন ভারতের সাবেক অলরাউন্ডার যোগরাজ সিং। সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ ভারতের ক্রিকেটে পরিচিত স্পষ্টভাষী হিসেবে। এবারও ব্যতিক্রম হয়নি, রোহিতের পক্ষ নিয়েছেন তিনি জোরালোভাবেই।

ভারতের ওয়ানডে অধিনায়কের ক্লাস ও দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন যোগরাজ।

যোগরাজের বিশ্বাস, ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে ঠেলে দিতে পারলে রোহিতের সামনে এখনও অনেক কিছু দেওয়ার সুযোগ আছে।

রোহিত সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত মার্চে, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৮৩ বলে ম্যাচ জেতানো ৭৬ রানের ইনিংস খেলে ভারতকে শিরোপা এনে দেন। সেই ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও যায় তার দখলে।



যোগরাজের মতে, সেই ইনিংসই প্রমাণ করে রোহিত এখনও ওয়ানডে ক্রিকেটে অদ্বিতীয়। নিউজ১৮ ক্রিকেটনেক্সটকে এই সাবেক ক্রিকেটার বলেন, 'যার ব্যাপারে এত মানুষ বাজে কথা বলে, সেই রোহিত শর্মা... আমি সেদিনই বলেছিলাম, রোহিত হবে সেই ব্যক্তি, আমাদের ম্যাচ উইনার।

যেভাবে সে ব্যাট করেছে, তার ব্যাটিং এক পাশে, আর পুরো দলের ব্যাটিং অন্য পাশে। তার ইনিংস একদিকে, আর বাকি দুনিয়া অন্যদিকে। এটাই তার ক্লাস। বলা যায়, রোহিত, তোমাকে আরও পাঁচ বছর আমাদের দরকার। দেশকে আরও কিছু দাও, ফিটনেসে মন দাও। প্রতিদিন সকালে তাকে (রোহিত) ১০ কিলোমিটার দৌড় করানো উচিত। যদি সে চায়, তাহলে ৪৫ বছর বয়স পর্যন্ত খেলতে পারবে।’

কখনও মুখে লাগাম না টানা যোগরাজ এবারও সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ করেছেন। বিশেষ করে যারা রোহিতের ফিটনেস বা সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে অথচ নিজেরা কখনও উচ্চস্তরের ক্রিকেট খেলেননি। যোগরাজ বলেন, 'আমি বিশ্বাস করি আপনাকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে; যত বেশি খেলবেন, তত বেশি ফিট থাকবেন। ফাইনালে ম্যাচসেরা কে হয়েছিল? রোহিত শর্মা। তাহলে এমন বিষয় নিয়ে কথা বলুন, যেটা আপনি জানেন। তার খেলা আর ফিটনেস নিয়ে কথা বলবেন কেবল তখনই যদি আপনি কোনো পর্যায়ে খেলেছেন। লজ্জা হয় না এসব কথা বলতে?' 

যদিও রোহিতের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি, তবে শোনা যাচ্ছে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত ও বিরাট কোহলি দুজনই ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন। এর পেছনে কারণ হিসেবে ধরা হচ্ছে বিসিসিআই'র নতুন নীতি, যেখানে আন্তর্জাতিক তারকাদের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট, যেমন: বিজয় হাজারে ট্রফিতে খেলতে হতে পারে।

তবে, আপাতত রোহিত শর্মাই ভারতের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

এমআর/এসএন   

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি Aug 18, 2025
img
আজ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন Aug 18, 2025
img
প্রয়াত শেফালিকে এবার বুকে খোদাই করে রাখলেন স্বামী পরাগ Aug 18, 2025
img
সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিল আদালত Aug 18, 2025
img
লঘুচাপের প্রভাবে ভারী বর্ষণের শঙ্কা Aug 18, 2025
img
ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সভাপতি কবির গ্রেপ্তার Aug 18, 2025
img
চাকরি ফিরে পাচ্ছেন ৩২৮ উপজেলা নির্বাচন কর্মকর্তা Aug 18, 2025
img
২৫ বছরে বিয়ের পিঁড়িতে অর্জুন টেন্ডুলকার, আয়-সম্পত্তি কত? Aug 18, 2025
img
বঙ্গোপসাগরে মৎস্য আহরণের সঠিক কার্যক্রম গ্রহণে বাড়াতে হবে গবেষণা: ‌প্রধান উপদেষ্টা Aug 18, 2025
img
সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Aug 18, 2025
img
সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস Aug 18, 2025
img
নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ Aug 18, 2025
img
জেলেনস্কি চাইলে ‘প্রায় সঙ্গে সঙ্গে’ এই যুদ্ধ শেষ করতে পারে : ট্রাম্প Aug 18, 2025
img
ভারত ও পাকিস্তান পরিস্থিতির ওপর আমরা প্রতিদিন নজর রাখছি: মার্কো রুবিও Aug 18, 2025
img
সাবেক ডিবি প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত Aug 18, 2025
img
বাহরাইনে প্রস্তুতি ম্যাচে, খেলছে না মোরসালিন Aug 18, 2025
img
আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী Aug 18, 2025
img
শেখ হাসিনা ও কামালসহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু Aug 18, 2025
img
১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম মঙ্গলবার Aug 18, 2025
img
১৯তম শিক্ষক নিবন্ধনে আসছে পরিবর্তন Aug 18, 2025