বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায়, তারা আসলে এই দেশের চিরায়ত সম্প্রীতির শত্রু।’
তিনি বলেন, একটি মহল সব সময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে।
রবিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় রুমিন ফারহানা বলেন, ‘এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম—সবাই মিলে গড়ে উঠেছে।
এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাধারণ মানুষ ধর্ম নিয়ে বিভাজন চায় না। কিন্তু একটি মহল সব সময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে। বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে।
দেশের মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে।’
তিনি আরো বলেন, ‘শ্রীকৃষ্ণ মানবপ্রেম, সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদাহরণ। দ্রৌপদীর পাশে দাঁড়িয়ে নারীর মর্যাদা সমুন্নত করার শিক্ষা আমাদের আজও প্রাসঙ্গিক।
তাই নারীকে সম্মান জানানো, মর্যাদা দেওয়া—এটাই শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা।
এফপি/ এসএন