‘প্রাংক কিং প্রোডাকশন’-এর অভিনেত্রী শায়লা সুলতানা সাথীকে ঘিরে ওঠা বিতর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের বিরুদ্ধে আনা দুইটি অভিযোগের জবাব দিয়েছেন সাথী।
রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুকে সাথী ১৬ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে সাথী বলেন, আমার ওপর দুইটি অভিযোগ উঠেছে। এক আমি নাকি ‘প্রাংক কিং’র ডন। আমার পলিটিক্সের কারণে নাকি এ প্রতিষ্ঠানের অভিনয়শিল্পীরা অন্যত্র চলে যাচ্ছে। আর দুই হলো আরোহী মিমের সাথে আমার ঝামেলা ইস্যু।
এ কনটেন্ট ক্রিয়েটর বলেন, আমার কারণে আসলে কোনো অভিনয় শিল্পী ‘প্রাংক কিং’ ছেড়ে চলে যায়নি। বরং তারা তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে গিয়েছে। এত বড় একটা প্রতিষ্ঠান আমার কথায় চলে না। আমাদের প্রতিষ্ঠানে ১২ জন রয়েছেন। তার মধ্যে এখন পর্যন্ত যারা চলে গেছেন তাদের সংখ্যা চার। যার মধ্যে রয়েছেন পরিচালক মামুনুর রশীদ ও ফারাবী এবং দুই সহকর্মী তামিম ও সিয়াম।
তাদের চলে যাওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, পরিচালক মামুনুর রশীদ বাইরের প্রোডাকশনে কাজ করার জন্য এখান থেকে চলে যান। যাওয়ার সময় আমাদের সবার সাথে কুশল বিনিময় করে গেছেন। অন্যদিকে ফারাবী ভাই ফ্রিল্যান্সার ও অভিনেতা হিসেবে কাজ করার জন্য ‘প্রাংক কিং’ছেড়েছেন। আমাদের সাথে প্রায়ই তার ফোনে আলাপ হয়।
তিনি আরও বলেন, দুই অভিনয়শিল্পীর মধ্যে সিনিয়র তামিম ভাইয়ার নিজের একটি ইউটিউব চ্যানেল আছে। সেখানে নিয়মিত সময় দিতে ও পরিচালক মামুন ভাইয়ের সঙ্গে কাজ করার জন্য ‘প্রাংক কিং’ছেড়েছেন তিনি। সিনিয়র অভিনেতা হওয়ার কারণে আমার তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু আমাদের দল থেকে জানানো হয় রাফসান ভাইয়ের সঙ্গে আমার অভিনয় দর্শক বেশি গ্রহণ করে তাই রাফসান ভাইয়ের সঙ্গে আমি কাজ চালিয়ে যাই। এতোদিন পর তিনি কেন আমার নামে অভিযোগ করলেন আমি আসলে সত্যি জানি না। যদি আমার ওপর কোনো তার রাগ, ক্ষোভ থাকে তবে তা আমাকে জানালেই আমি তা শুধরে নেয়ার চেষ্টা করতাম। কিন্তু তিনি তা করেননি।
এরপর সাথী বলেন, সিয়াম ভাই ও আমার একসঙ্গে নাটক করার জার্নিটা শুরু হয়। প্রথমদিকে সে অভিনয় করতে পারতোই না। অভিনয়ে আমি তাকে অনেক সাহায্য করেছি। এখন তিনি তা স্বীকার না করলে সে ব্যর্থতা আমার নয়। আমার সাথে সিয়ামের সম্পর্ক ভালো। প্রায়ই আমাদের সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয়। তাই আমি বলবো, কাউকে পলিটিক্স করে আমি দল থেকে বের করিনি।
অভিনেত্রী আরোহী মিমের সঙ্গে ঝামেলা বিষয়ে সাথী বলেন, আমার অভিযোগ আমি পলিটিক্স করে টিম থেকে আরোহীকে বের করে দিতে চাচ্ছি। এটাও একদম মিথ্যা ও বানোয়াট কথা। কারণ প্রতিষ্ঠানের ইচ্ছামতো কাজ করি। কিন্তু আরোহী সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে চলে। আর্থিক ভাইয়ের কথাও শুনে না। ও যখন মিরাজের সাথে কাজ করতে চেয়েছে করেছে, এখন সাকিবের সাথে শুধু কাজ করতে চায় ওর সঙ্গেই করছে। তাহলে আমি কীভাবে ওর সাথে পলিটিক্স করেছি। আর ওর সাথে পলিটিক্স কেনই বা করবো?
প্রসঙ্গত, হাস্যরসাত্মক ভিডিও, নাটক ও শর্ট ফিল্ম তৈরি করে আলোচনায় ‘প্রাংক কিং প্রোডাকশন’। এই প্রোডাকশনের হাত ধরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন অনেক অভিনয়শিল্পী। কিন্তু সম্প্রতি এই হাউজটিকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। বিস্ফোরক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির কর্নধার আর্থিক সজীব ও অভিনেত্রী শায়লা সুলতানা সাথীর বিরুদ্ধে। সে অভিযোগেরই জবাব দিতে ফেসবুকে ভিডিও প্রকাশ করেন সাথী।
ইএ/টিকে