সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, ‘আমি কখনো বলিনি এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো। এটা আমি ঘুণাক্ষরেও ভাবিনি, চিন্তারও বাইরে। কারণ এই সরকার যদি খারাপ কিছু করে, আমরা সেটা বলতে পারছি। যদি ড. ইউনূসের কোনো কাজ আমার পছন্দ না হয়, সেটাও আমি প্রকাশ্যে বলতে পারি।
কিন্তু হাসিনার সময় সেটা পারতাম না। তখনো আমি অনেক কিছু বলেছি, কিন্তু এতটা সরাসরি নয়।’
সম্প্রতি খালেদ মুহিউদ্দীনের ঠিকানায় টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ শেখ হাসিনা সরকারের সময় আমাকে কেউ সরাসরি থ্রেট করেনি, কিন্তু একটা অদৃশ্য চাপ ছিল। বুঝতে পারতাম—যদি কিছু বলি তাহলে ‘ডিজিটাল নিরাপত্তা আইনের’ মামলার হুমকি বা জিজ্ঞাসাবাদের জন্য কফির দাওয়াত আসবে। আগের আমলে এমন হয়েছে। সরাসরি অনেক কথা বলতে পারতাম না। কিন্তু এই সরকারের সময় আমরা সরাসরি সমালোচনা করতে পারছি।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমি আবারও বলছি, এই সরকারের চেয়ে আগের সরকার ভালো ছিল—এমনটা আমি কখনোই ভাবিনি। বরং আমি বিশ্বাস করি, বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশপাশের লোকজনই করেছেন। এটা বাস্তবতা এবং এই সত্যটা মানতে আমার কোনো দ্বিধা নেই।’
ইউটি/টিএ