অভিনয়ে আলোচনায় থাকা অভিনেত্রী রুক্মিণী বসন্ত এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। তিনি যোগ দিয়েছেন জনপ্রিয় তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘টক্সিক’-এ। ইতোমধ্যেই রুক্মিণী নিজের অংশের দুটি ধাপের শুটিং সম্পন্ন করেছেন বলে জানা গেছে। ফলে বোঝাই যাচ্ছে, ছবিতে তাঁর চরিত্রটি হবে বেশ গুরুত্বপূর্ণ।
দক্ষিণের সুপারস্টার যশকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি আগামী বছর মুক্তির অপেক্ষায় রয়েছে।
মুক্তির আগেই এটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। কারণ, ছবিটি সর্বভারতীয় মুক্তির পরিকল্পনায় এগোচ্ছে, আর তাই এটি হতে যাচ্ছে বছরের অন্যতম বড় আয়োজন।
রুক্মিণী ও যশকে একই পর্দায় দেখা যাবে, যা ইতোমধ্যেই ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। নির্মাতারা আশা করছেন, অ্যাকশন আর আবেগের সমন্বয়ে ‘টক্সিক’ হতে যাচ্ছে এক ভিজ্যুয়াল অভিজ্ঞতা, যা দর্শকদের মনে দাগ কেটে যাবে।