দুই বছরের আক্ষেপ ও অপেক্ষার চূড়ান্ত অবসান ঘটালেন ভারতীয় তারকা ব্যাটার চেতেশ্বর পুজারা। ২০২৩ সালের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল জাতীয় দলে তার শেষ ম্যাচ। টেস্টে ৪৩–এর বেশি গড় নিয়েও এরপর তিনি আর ডাক পাননি। ভারতীয় নির্বাচকদের আর বিড়ম্বনায় না ফেলে দেশটির সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পুজারা।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। ওই পোস্টের ক্যাপশনে পুজারা আলাদা করে লিখেছেন, ‘ভারতীয় দলের জার্সি গায়ে জড়ানো, একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া এবং যখন মাঠে নামার সুযোগ পেয়েছি নিজের সর্বোচ্চটা দিয়ে লড়ার চেষ্টা করা- এসবের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
টিকে/