ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে লা লিগার যাত্রা শুরু করছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল। ইনজুরি ও দলবদলের গুঞ্জনের ভেতরও বার্নাব্যু ডাগআউটে নিজের অভিষেককে রাঙাতে মুখিয়ে আছেন নতুন কোচ শাবি আলনসো।
গেলো মৌসুমটা একেবারেই ভালো যায়নি রিয়াল মাদ্রিদের। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, কোপ দেল রে কোথাও শিরোপার দেখা পায়নি লস ব্লাঙ্কোরা। ডাগ আউটে বদল এসেছে, স্কোয়াডেও এক ঝাঁক নতুন তারকা। হারানো গৌরব ফিরে পাবার মিশন এবার।
প্রত্যাশার পাহাড়সম চাপ নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন শাবি আলনসো। ১১ বছর আগে লস ব্লাঙ্কোদের জার্সিতে সবশেষ ম্যাচ খেললেও এবার ডাগআউটে দেখা মিলবে এ স্প্যানিয়ার্ডের। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতির যথেষ্ঠ সময় না পেলেও আশাবাদী প্রথম ম্যাচ নিয়ে।
চূড়ান্ত হলো বিশ্বকাপের ১৬ দল, বাংলাদেশসহ রয়েছে আরও যারা রিয়াল কোচ জাবি আলনসো বলেন, নতুন মৌসুম নিয়ে আমার পুরো দল মুখিয়ে আছে। প্রস্তুতির জন্য যথেষ্ঠ সময় না পেলেও দল কার্যকরী অনুশীলন করেছে। প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। বার্নাব্যুতে আমরা জয় দিয়েই শুরু করতে চাই।
ইনজুরির কারলে দলের বাইরে এদুয়ার্দো কামাভিঙ্গা, জুড বেলিংহ্যাম, এনদ্রিক ও ফেরল্যান্ড মেন্ডি। নিষেধাজ্ঞায় প্রথম ম্যাচ খেলতে পারবেন না অ্যান্টনিও রুডিগার। তবে ইনজুরি কাটিয়ে অধিনায়কের আর্মব্যান্ড দানি কারভাহালের।
ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়েই মাদ্রিদ জার্সিতে অভিষেক হতে পারে ১৮ বছর বয়সী ফ্র্যাঙ্কো মাস্তানতুনয়োর। আর্জেন্টাইন তরুনকে নিয়ে আশাবাদী মাদ্রিদ বস।
রিয়াল কোচ আরও বলেন, আমি মাস্তানতুনয়োর মাঝে আর্জেন্টাইনদের লড়াকু মানসিকতা দেখেছি। আজকের ম্যাচে সে অল্প হলেও খেলার সুযোগ পাবে।
ওসাসুনার বিপক্ষে এর আগে ৩৯ দেখায় ৩ হারের বিপরীতে ২৭ জয় রিয়াল মাদ্রিদের।
ইএ/টিকে