ম্যাডক ফিল্মসের ভুতুড়ে ব্রহ্মাণ্ডে নতুন সংযোজন নিয়ে হাজির হয়েছে ‘থামা’। বছরের শুরুতেই ছবিটি ঘিরে কৌতূহল তৈরি হয়েছিল। এবার টিজার প্রকাশ হতেই দর্শকদের মধ্যে উন্মাদনার পারদ চড়ে গেছে। রক্তপিপাসু প্রেম, অতিপ্রাকৃত শক্তি আর ভয়ঙ্কর ভিলেন সব মিলিয়ে এক নতুন অভিজ্ঞতার আভাস মিলছে ছবিতে।
গল্পের কেন্দ্রবিন্দুতে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দানা। আয়ুষ্মানের চরিত্র আলোক যিনি মানবতার শেষ আশার প্রতীক। অন্যদিকে রশ্মিকা দেখা দেবেন ‘তাড়কা’ হয়ে, যে কোনও সাধারণ নারী নয় বরং অতিপ্রাকৃত শক্তির আঁধারে গড়া এক রহস্যময়ী চরিত্র। তাদের প্রেমকাহিনির মধ্যেই লুকিয়ে রয়েছে ভয় আর উত্তেজনা।
এই অন্ধকার জগতের মূল নিয়ন্ত্রক ইয়াকশন চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। টিজারের শুরুতে রোম্যান্স থাকলেও মুহূর্তের মধ্যেই অন্ধকারের দাপটে ভেসে যায় পুরো আবহ। অন্যদিকে পরেশ রাওয়াল থাকছেন মিস্টার রাম বজাজ গোয়েল চরিত্রে, যিনি হাস্যরসের মাধ্যমে গল্পে ভিন্ন মাত্রা যোগ করবেন।
টিজারের অন্যতম আকর্ষণ মালাইকা অরোরার আইটেম ডান্স। সংলাপের ঝাঁজ, রোমহর্ষক ভিলেনের উপস্থিতি আর নাচ-গানের রঙ মিশিয়ে দর্শককে নতুন এক ভুতুড়ে অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়েছে ‘থামা’।
ছবিটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার। এবারের বিশেষ আকর্ষণ হলো, ম্যাডক ফিল্মসের ভুতুড়ে ফ্র্যাঞ্চাইজির অন্যান্য চরিত্র যেমন ‘স্ত্রী’, ‘মুঞ্জিয়া’ ও ‘ভেড়িয়া’কেও দেখা যাবে একসঙ্গে। এর আগে ‘স্ত্রী ২’-এ এমন পরীক্ষার চেষ্টা হয়েছিল, তবে এবার তা কেমনভাবে দর্শকের মন জয় করে সেটাই দেখার অপেক্ষা।
পঁচিশের দিওয়ালিতে মুক্তি পাবে ‘থামা’। ভৌতিক প্রেমকাহিনির এই নতুন অধ্যায় দর্শকদের কেমন ভৌতিক অভিজ্ঞতা উপহার দেয়, এখন সেদিকেই নজর।
এমকে/টিকে