অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর মঙ্গলবার (১৯ আগস্ট) অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তবে মাঠে নামার আগে বড় এক ধাক্কা খায় প্রোটিয়ারা। দলের সেরা বোলার কাগিসো রাবাদা ইনজুরিতে পরে ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন।
কেয়ার্নসে মঙ্গলবার প্রথম ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে জানায়, ‘ডান পায়ের গোড়ালির প্রদাহের কারণে প্রোটিয়াদের পেসার কাগিসো রাবাদা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন। ৩০ বছর বয়সি এ বোলার সোমবার (১৮ আগস্ট) স্ক্যানে নিজের চোটের ব্যাপারে নিশ্চিত হন।’
গোটা সিরিজ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরেই থাকছেন রাবাদা। বিবৃতিতে আরও জানানো হয়, দলের মেডিকেল স্টাফের তত্ত্বাবধানে তার পুনর্বাসন প্রক্রিয়া চলতে থাকবে। ১৬৪ ওয়ানডে উইকেটের মালিক রাবাদার পরিবর্তে স্কোয়াডে আগেই যুক্ত করা হয় কোয়েনা মাফাকাকে।
এর আগে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে দক্ষিণ আফ্রিকা। সীমিত ওভারের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ফের হারে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ায় সফরকারীরা।
এমআর/টিকে