ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের নতুন চুক্তির আলোচনা স্থগিত

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে আলোচনা কয়েক সপ্তাহ ধরে স্থগিত রয়েছে বলে ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিনিধিদের মতে, ক্লাবের সর্বশেষ প্রস্তাব গ্রহণ করার কোনো যৌক্তিকতা নেই।

২৫ বছর বয়সী ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি জুন ২০২৭ পর্যন্ত বহাল রয়েছে, যেখানে বোনাসসহ তার বার্ষিক আয় প্রায় ১ কোটি ৭০ লাখ ইউরো (১৯.৮ মিলিয়ন ডলার)।

গত মে মাসে দুই পক্ষের মধ্যে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছিল। তখন ইএসপিএনের কিছু সূত্র জানিয়েছিল, সমঝোতা শিগগিরই হতে পারে বলে তারা মনে করেছিলেন।



ভিনিসিয়ুসের বেতন স্থায়ীভাবে বছরে ২ কোটি ইউরো করার আশা করেছিলেন তার প্রতিনিধিরা, যেখানে অতিরিক্ত ভেরিয়েবলের মাধ্যমে সেই অঙ্ক ৩ কোটি ইউরো পর্যন্ত যেতে পারত।

তবে সূত্র জানিয়েছে, ক্লাবের চূড়ান্ত প্রস্তাব ছিল শুধু ২ কোটি ইউরো। অতিরিক্ত কোনো বোনাস দিতে রাজি হয়নি ক্লাবটি।

যে কারণে ভিনিসিয়ুসের প্রতিনিধি দল মনে করছে, প্রস্তাবিত বেতন বৃদ্ধি খুবই নগণ্য, যা ২০৩০ সাল পর্যন্ত তিন বছরের বাড়তি মেয়াদ বাড়ানোর জন্য যথেষ্ট নয়।

তাই ভিনিসিয়ুসের এজেন্ট ফ্রেড পেনা ও থ্যাসিলো সোয়ারেস অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা দেখতে চান ২০২৫-২৬ মৌসুম কীভাবে এগোয় এবং কোচ জাবি আলোনসোর পরিকল্পনায় ভিনিসিয়ুসের ভূমিকা কী থাকে, তারপর সিদ্ধান্ত নেবেন।

বিভিন্ন সূত্র জানিয়েছে, আলোনসো জুলাইয়ে ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে ম্যাচে ভিনিসিয়ুসকে বেঞ্চে বসানোর কথা ভেবেছিলেন এবং দুই ফরোয়ার্ড নিয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড হঠাৎ বাদ পড়ায় পরিকল্পনা বদলে ব্রাজিলিয়ান তারকাকেই দলে নেন তিনি।

ওই ম্যাচে ফেদেরিকো ভালভার্দেকে ডানপাশের ডিফেন্ডার হিসেবে খেলানো হয়, আর গঞ্জালো গার্সিয়া ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে একাদশে জায়গা ধরে রাখেন ভিনিসিয়ুস।

ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু হয় গত ফেব্রুয়ারিতে, যদিও তখনও তার দুই বছরের চুক্তি বাকি ছিল।

গুঞ্জন আছে, সৌদি প্রো লিগ থেকে ভিনিসিয়ুসকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে ইএসপিএনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি থেকে আগ্রহ এখন অনেকটাই কমে গেছে।

একটি সূত্র জানায়, গত ডিসেম্বরের পর থেকে সৌদি আরবের ক্লাবগুলোর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি ভিনিসিয়ুসের এবং তার প্রতিনিধিরাও সেই সম্ভাবনা বাতিল করে দিয়েছেন।

গেল বছর ব্যালন ডি’অর জেতার দৌড়ে রানার্স-আপ হয়েছিলেন ভিনিসিয়ুস এবং একই বছর ফিফার দ্য বেস্ট পুরস্কার জেতেন।

তবে ২০২৪-২৫ মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্স ছিল ওঠানামার। তিনি লা লিগায় ৩০ ম্যাচে মাত্র ১১ গোল করেছিলেন, আর রিয়াল মাদ্রিদ সেই মৌসুম শেষ করেছিল কোনো বড় শিরোপা ছাড়াই।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Aug 19, 2025
img
নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু Aug 19, 2025
img
ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা, কারা আছেন কারা নেই Aug 19, 2025
img
মৎস্যসম্পদ নিরূপণে বাংলাদেশি জলসীমায় নামছে নরওয়ের গবেষণা জাহাজ Aug 19, 2025
img
লাস ভেগাসে জাস্টিন বিবার সেজে মঞ্চে উঠে বিপাকে যুবক Aug 19, 2025
img
গণতন্ত্র প্রতিষ্ঠায় রক্তের সাগর পাড়ি দিয়েছে বিএনপি : নার্গিস বেগম Aug 19, 2025
img
সজীব ভূঁইয়ার আগ্রহে ৫১ লাখের স্টেডিয়াম প্রকল্প ১৪ কোটিতে, সংবাদের প্রতিবাদ মন্ত্রণালয়ের Aug 19, 2025
img
শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন Aug 19, 2025
img
দেশি মাছের বৈচিত্র্য রক্ষায় জলাশয় সংরক্ষণে কাজ করে যাব : মৎস্য উপদেষ্টা Aug 19, 2025
img
প্রাকৃতিক দুর্যোগের কারণে আটকে গেছে ভারতের এশিয়া কাপের দল ঘোষণা Aug 19, 2025
img
ডাকসু নির্বাচনে বাম সংগঠনগুলোর ‘প্রতিরোধ পর্ষদ’ নামে প্যানেল ঘোষণা Aug 19, 2025
img
ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন রাবাদা Aug 19, 2025
আমি প্রিন্স মামুন সাথে কোন সম্পর্ক গড়ে তুলতে রাজি ছিলাম না Aug 19, 2025
ডাকসু মনোনয়নের সময় বাড়ানোর ব্যাখ্যা দিলেন চীফ রিটার্নিং কর্মকর্তা Aug 19, 2025
img
জাফলংয়ে অবৈধভাবে পাথর লুট, অজ্ঞাতনামা দেড়শ জনের বিরুদ্ধে মামলা Aug 19, 2025
img
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে‌ হত্যা মামলায় যুবলীগ নেতা মনা গ্রেপ্তার Aug 19, 2025
img
ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ আলোচনায় বিসিবি সভাপতির নানা নির্দেশনা Aug 19, 2025
img
জুলাই সনদে অনৈক্য থাকলেও আইনগত সমাধান সম্ভব: সালাহউদ্দিন Aug 19, 2025
img
পদত্যাগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না Aug 19, 2025
img
অস্ট্রেলিয়ার একাধিক কূটনীতিদের ভিসা বাতিল করল ইসরায়েল Aug 19, 2025