টালিউড সিনেমা ‘ধূমকেতু’ যখন জনপ্রিয়তার শীর্ষে তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা দীপক অধিকারী দেব ও বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি পুরনো ভিডিও। যা দর্শক মহলে আরও জনপ্রিয় করে তুলছে দেবকে।
ভাইরাল ভিডিওটি ৪ বছর আগের ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-র ফাইনাল পর্বের ভিডিও। ওই সিজনে বিচারকের আসনে ছিলেন দেব, মোনামি ঘোষ ও মিঠুন চক্রবর্তী। সে পর্বে বিশেষ অতিথি হয়ে হাজির ছিলেন সানি। অনুষ্ঠানের এক মুহূর্তে পারফর্ম করেন দেব ও সানি।
টালিউড সিনেমা ‘রংবাজ’র জনপ্রিয় গান ‘কী করে তোকে বলব, তুই কে আমার’ গানে নৃত্য পরিবেশন করেন দেব ও সানি। এ সময় দেব পরেছিলেন সাদার মধ্যে কালো বর্ডারের কোর্ট ও সাদা রংয়ের প্যান্ট।
অন্যদিকে সানি লিওন পরেছিলেন হালকা পেস্ট রংয়ের ফ্লোর টাচ গাউন। সে ভিডিওই হঠাৎ করে আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, সম্প্রতি দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। রানা সরকারের প্রোডাকশনে কৌশিক পাঙ্গুলি পরিচালিত এ সিনেমা ঝড় তুলেছে টালিউডে। ভাঙছে একের পর এক রেকর্ড।
এসএন