সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া কেউ সংবিধান পরিবর্তনের অধিকার রাখে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মেজর (অব.) হাফিজ বলেন, বিভিন্ন দেশ থেকে এসে অনির্বাচিতভাবে যাদের দেশে কোনো অবদান নেই, তারাই সংবিধান ছুড়ে ফেলে দিতে চায়।
তিনি বলেন, যারাই স্বাধীনতার বিরোধীতা করেছে তারাই পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে, তাই কেউ কেউ নির্বাচন পেছাতে চায়। এমন একটি রাষ্ট্র চাই যেখানে গণতন্ত্রই হবে সুপ্রিম।
কেএন/এসএন