বাংলাদেশ ফুটবল দলের অভুতপূর্ব সাফল্য ও অধিনায়ক আফিদার প্রশংসায় ‘দ্য গার্ডিয়ান’

প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপ ফুটবল খেলতে যাচ্ছে বাংলাদেশ। এমনকি বয়সভিত্তিক (অনূর্ধ্ব-২০) এশিয়ান কাপের মূল প্রতিযোগিতায়ও লাল-সবুজের মেয়েরা এবারই প্রথম উত্তীর্ণ হয়েছে। বাছাইয়ে শতভাগ জয়ের পর আফিদা খন্দকার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় দল ফিফার র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে ২৪ ধাপ। বর্তমানে তাদের অবস্থান ১০৪। যা বাংলাদেশের ফুটবলে ইতিহাসগড়া উন্নতি।

বাংলাদেশ ফুটবলের ঐতিহাসিক এই সাফল্য ও অর্জনের প্রশংসা করেছে ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার অবশ্য এই সাফল্যে দেশের সব মেয়েকে অংশীদার করতে চান। তিনি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এই সাফল্য শুধু আমাদের নয়। বাংলাদেশের প্রতিটি মেয়ের, যারা স্বপ্ন দেখতে সাহস করে। এটি প্রমাণ করে বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ঐক্যের মাধ্যমে কী অর্জন করা যায়। তবে আমরা এখানেই থামব না। আগামী কয়েক মাসের প্রস্তুতি কঠিন হবে, আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

আফিদার বাবাও ছিলেন ফুটবলার, খেলেছেন সাতক্ষীরা জেলা পর্যায়ে। কিন্তু পরিবারের হাল ধরতে তাকে ফুটবল ছেড়ে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে পাড়ি দিতে হয়েছিল। পরে দেশে ফিরে তিনি একটি ছোট ব্যবসা শুরু করেন, পাশাপাশি স্থানীয় শিশুদের জন্য গড়ে তোলেন একটি অপেশাদার ফুটবল একাডেমি। যেখানে প্রথম শিক্ষার্থী ছিলেন তার দুই মেয়ে– আফিদা খন্দকার ও তার বড় বোন আফরা। যদিও আফরা বিকেএসপি হয়ে পেশাদার বক্সিংয়ে ক্যারিয়ার গড়েছেন।

বাবার কাছ থেকে ফুটবলের হাতেখড়ি পাওয়া আফিদা স্মৃতিচারণ করে বলেন, ‘আমার ফুটবলের প্রতি ভালোবাসা বাবার কাছ থেকেই পেয়েছি। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে মেয়েরাও ছেলেদের মতো ভালো ফুটবল খেলতে পারে, বরং আরও ভালো। যে কারণে আমাদের তিনি অনেক পরিশ্রম করিয়েছেন। বাড়িতে তিনি আমাদের বাবা, আর খেলার মাঠে তিনি কড়া কোচ এবং কখনোই ছুটি দিতেন না।’ সেই পরিশ্রমের সুফল পেয়েছেন আফিদা ও আফরা। মাত্র ১১ বছর বয়সেই আফিদা বাফুফের ট্রেনিং ক্যাম্পে ডাক পান।

পরিবারের এমন সমর্থন যেকোনো নারীর জন্য প্রেরণার বলে মনে করেন আফিদা, ‘আমরা আসলেই অনেক সৌভাগ্যবান যে বাবা-মায়ের সমর্থন পেয়েছি এবং আমাদের সাফল্য দ্বিধাহীনভাবে অন্য মেয়েদের উৎসাহিত করবে। আমরা অনেক পরিশ্রম করেছি সত্যি, তবে পরিপূর্ণ সমর্থন না পেলে এতটুকু আসা সম্ভব হতো না।’ এভাবে ফুটবলবিশ্বকে বাংলাদেশ তাদের সত্যিকারের সামর্থ্য দেখাতে পারবে বলেও বিশ্বাস ১৮ বছর বয়সী এই অধিনায়কের, ‘আমি চাই সাম্প্রতিক সময়ে মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্স সঠিক স্বীকৃতি পাক। তবে এটা কেবল শুরু। বাংলাদেশ আরও কী করতে পারে, তা আমরা বিশ্বকে দেখাতে চাই।’

আগামী বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশের মেয়েরা। সেই টুর্নামেন্ট তো বটেই, আরও বড় স্বপ্নের বসবাস ১৮ বছর বয়সী আফিদার চোখে, ‘পরিবারের সঙ্গে টিভিতে ২০২২ বিশ্বকাপ দেখার সময় ইচ্ছা জেগেছিল– “যদি আমি সেখানে থাকতে পারতাম।” তখন অসম্ভব মনে হয়েছিল। কিন্তু বিশাল সেই স্টেডিয়ামে (চলতি বছরের শুরুতে রাষ্ট্রীয় সফরে) আমার নীরবে দাঁড়ানোর সুযোগ হয়েছে। অবাক হয়ে ভাবছিলাম- আমার আরও কোনো স্বপ্ন হয়তো এভাবে নাগালের দ্বারপ্রান্তে আছে!’

এফপি/ এস এন

Share this news on:

সর্বশেষ

img
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনেকের সংশয় : মঞ্জুরুল আলম পান্না Aug 20, 2025
img
ট্রাম্পকে খুশি করতে গলফ ক্লাব উপহার দিলেন জেলেনস্কি? Aug 20, 2025
img
জামায়াত নেতাদের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ Aug 20, 2025
img
ইব্রাহিম আলী খান ও শ্রীলীলার ‘ডিলার’ প্রকাশ পেতে পারে ডিজিটালে Aug 19, 2025
img
রাম চরণ নতুন রূপে হাজির হচ্ছে ‘পেড্ডি’তে Aug 19, 2025
img
ডি-গ্ল্যাম চরিত্রে অনুপমা এবার দেখাচ্ছেন গভীর অভিনয় Aug 19, 2025
img
দীপাবলিতে আসছে ভৌতিক হাস্যরসের সিনেমা ‘থামা’ Aug 19, 2025
img
অপারেশন সিন্দুরের বীর সেনা এবার সিনেমার পর্দায় Aug 19, 2025
img
‘ধামাল ৪’-এ অজয় দেবগণের সঙ্গে ফিরছেন ঈশা গুপ্তা Aug 19, 2025
img
যুবকের পকেট থেকে ৯৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করল বিজিবি Aug 19, 2025
img
অনুদান বাড়ল সরকারি কর্মচারীদের চিকিৎসায় Aug 19, 2025
img
মাঝ আকাশে পাখির ধাক্কায় বিমানে আগুন Aug 19, 2025
img
‘রামায়ণ’-এর আধ্যাত্মিকতা বাড়াচ্ছে অমিতাভের কণ্ঠ Aug 19, 2025
img
সিলেটে যৌথবাহিনীর অভিযানে আরও আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ Aug 19, 2025
img
জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে : তারেক রহমান Aug 19, 2025
img
‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করো না’: নতুন গানে সতর্কবার্তা, সিনেমাতেও চমক Aug 19, 2025
img
বাংলাদেশ ফুটবল দলের অভুতপূর্ব সাফল্য ও অধিনায়ক আফিদার প্রশংসায় ‘দ্য গার্ডিয়ান’ Aug 19, 2025
দাম্পত্য জীবন সুন্দর করার উপায় Aug 19, 2025
বিপিএল স্পট ফিক্সিং' ত'দ'ন্তে ঢাকার নাম! মুখ খুললো ঢাকা ক্যাপিটালস Aug 19, 2025
পিন্স মামুন নিজেকে খুব ছোট মানুষ বললেও কাজের বেলায় সে বড় : লায়লা Aug 19, 2025