টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে প্রথম তিন ম্যাচের দুটিতে হেরেছিল বাংলাদেশ 'এ' দল। তাই পরের পর্বের পথ মসৃণ রাখতে আজ নর্দান টেরিটোরি স্ট্রাইর্কের বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। তা ভালোভাবেই করেছেন নুরুল হাসান সোহান-হাসান মাহমুদরা। অস্ট্রেলিয়ার দলটিকে ২২ রানে হারিয়ে আবারো জয়ে ফিরেছে বাংলাদেশ।
ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে বাংলাদেশ এ দল। ৪০ বলে ৪১ রান করেছেন আফিফ হোসেন। এ ছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৫ রান। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের বেশি করতে পারেনি নর্দান টেরিটোরি।
বিস্তারিত আসছে...
কেএন/এসএন