আশি-নব্বইয়ের দশকে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ছিল বেশ জমজমাট আসর। সময়ের বিবর্তনে প্রতিযোগিতার জৌলুস কমেছে। আবার বাফুফেও অনিয়মিতভাবে এই আয়োজন করেছে। ২০২১ সালে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপ হয়েছিল। বাফুফের নতুন কমিটি তিন বছর পর আবার মাঠে গড়ানোর উদ্যোগ নিয়েছে এই প্রতিযোগিতা।
জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অর্গানাইজিং কমিটি আজকে প্রথম সভা করেছে। ১৮ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতিত্ব করেন ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি।
আজ কমিটির সভা শেষে তিনি বলেন, '৩০ আগস্ট জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ২৫ আগস্ট ড্র অনুষ্ঠিত হবে। আগামী তিন মাস হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এই খেলা হবে। জেলা পর্যায়ের সিনিয়র দলের খেলার মাঝামাঝি পর্যায়ে অ-১৭ ও নারীদের একটি বয়স ভিত্তিক প্রতিযোগিতাও হবে।'
আট সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে, বাফুফে সভাপতি, ক্রীড়া,স্থানীয় মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক,বিকেএসপি ডিজি ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (ক্রীড়া-১) উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
জাতীয় চ্যাম্পিয়নশিপে বাফুফের অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড অংশগ্রহণ করে। ২০২১ সালে জেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করায় এন্ট্রির সংখ্যা ছিল সত্তরের বেশি। এবার শুধু জেলা নিয়েই আয়োজন করার কারণ সম্পর্কে প্রতিযোগিতা অর্গানাইজিং কমিটির প্রধান বলেন, 'মন্ত্রণালয়ের নির্দেশনা ও সহযোগিতায় আমরা এবার জেলা দলগুলো নিয়ে করছি। আন্তঃজেলার মধ্যেই প্রতিযোগিতা আয়োজন হচ্ছে।'
জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে উভয়ের পৃষ্ঠপোষকতায় এবার জাতীয় চ্যাম্পিয়নশিপ হচ্ছে। গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে প্রয়াতদের উদ্দেশ্যে এই টুর্নামেন্ট উৎসর্গ করা হয়েছে, 'তারুণ্যের উৎসব উপলক্ষে এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছি। তরুণদের প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মান হচ্ছে আর শহীদদের উৎসর্গ করেই জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতার আটটি জোনের আট শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ (মীর মুগ্ধ), নাফিসা হোসেন মারওয়া, মোহাম্মদ ওয়াসিম আকরাম, সাকিব আনজুম, আবু সাঈদ মিয়া, শেখ মো. সাকিব রায়হান, আব্দুল্লাহ আল বাহার ও গোলাম নাফিজ। বাংলা বর্ণমালা অনুযায়ী জেলাগুলো ভাগ করেছি।'
এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে মোট ১১২ টি ম্যাচ হবে। প্রথম পর্বে হোম-অ্যান্ড অ্যাওয়ে ড্র হলে সরাসরি টাইব্রেকারে গড়াবে খেলা। দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হওয়া ৩২ দল হোম-অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে।
এফপি/ এস এন