লা লিগার নতুন মৌসুমটা জয় দিয়ে শুরু করল রিয়াল মাদ্রিদ। তবে খেলা ছিল একেবারেই রঙহীন। সান্তিয়াগো বার্নাব্যুতে ওসাসুনার বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে ভোগান্তি পোহাতে হয়েছে লস ব্লাঙ্কোসদের। শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় তুলে নিয়েছে জাবি আলোনসোর শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই ওসাসুনা রক্ষণে গাঢ় দেয়াল তুলে বসে। বল দখলে এগিয়ে থাকলেও গোলের মুখ খুলতে পারছিল না রিয়াল। দূরপাল্লার শটে ডিন হুইজসেন একবার চেষ্টা করেছিলেন, তবে সেটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এমবাপ্পে ও ভিনিসিয়ুসও খুব বেশি জায়গা পাচ্ছিলেন না। ফলে প্রথমার্ধ কেটেছে নিষ্প্রভভাবেই।
দ্বিতীয়ার্ধে ম্যাচে উত্তাপ ফেরান এমবাপ্পে। বক্সের ভেতরে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারের ধাক্কায় পড়ে গেলে দ্বিধা ছাড়াই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন ফরাসি সুপারস্টার। গোলের পর আরও কয়েকবার সুযোগ সৃষ্টি করেন তিনি। আরদা গুলার দুর্দান্ত এক প্রচেষ্টা অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি রিয়াল।
দলের নতুন সাইনিং ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো সীমিত সময়ের মধ্যে প্রাণবন্ত খেলেছেন। তবে সামগ্রিকভাবে মাঝমাঠ ও আক্রমণে সৃজনশীলতার ঘাটতি ছিল স্পষ্ট। জাবি আলোনসো শেষ দিকে কয়েকটি বদলি করে দলকে তরতাজা রাখলেও আক্রমণের ধার খুব একটা বাড়েনি।
পুরো ম্যাচ জুড়ে সেভাবে প্রভাব বিস্তার করতে না পারলেও মৌসুমের প্রথম ম্যাচে জয়টা রিয়ালের জন্য বড় স্বস্তি। আলোনসোর অধীনে লা লিগার শিরোপা অভিযানের শুরুটা অন্তত ইতিবাচক হলো। তবে আগামী ম্যাচগুলোয় নিজেদের আরও ধারালো করে তুলতে হবে এমবাপ্পেদের, তা না হলে কঠিন মৌসুম অপেক্ষা করছে রিয়ালের সামনে।
পিএ/টিকে