‘স্টার ওয়ার্স’ ক্লাসিক ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’ সিনেমাতে লিউক স্কাইওয়াকারের হাত কেটে ফেলার জন্য ব্যবহৃত ডার্থ ভেডারের আইকনিক ওয়েপন ‘লাইটসেবার’ লন্ডনে প্রদর্শিত হয়েছে। যুক্তরাষ্ট্রে আগামী মাসে নিলামে তোলা হবে এই প্রপ।
এই আইকনিক প্রপকে ভক্তরা বলছেন ‘স্টার ওয়ার্সের হোলি গ্রেইল’। ধারণা করা হচ্ছে, নিলামে এটির দাম সর্বোচ্চ ৩ মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে পারে।
প্রপস্টোর অকশন হাউসের চিফ অপারেটিং অফিসার ব্র্যান্ডন আলিঙ্গার এএফপিকে বলেন,
‘এটা চলচ্চিত্র ইতিহাসের এক অসাধারণ নিদর্শন। ডার্থ ভেডারের মতো স্মরণীয় খলনায়ক কি আর আছে? আর এটাই তার অস্ত্র।’
ডার্থ ভেডার এই ‘এনার্জি সোর্ড’ ব্যবহার করেছিলেন দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক (১৯৮০) এবং রিটার্ন অব দ্য জেডাই (১৯৮৩) উভয় চলচ্চিত্রের লড়াইয়ের দৃশ্যে। ভেডারের মুখোশের আড়ালের অভিনেতা ডেভিড প্রাউস ও স্টান্টম্যান বব অ্যান্ডারসন দুটি ভিন্ন লাইটসেবার ব্যবহার করেছিলেন—একটি শুধু বেল্টে লাগানোর জন্য, অন্যটিতে কাঠের ব্লেড লাগানো থাকতো, যেটি মারামারির দৃশ্যে ব্যবহারের জন্য।
নিলামে উঠছে সেই যুদ্ধ-ক্ষতবিক্ষত আসল প্রপটি, যদিও বর্তমানে এতে ব্লেড নেই। এটি গত ৪০ বছর ধরে একজন মার্কিন কালেকটরের কাছে ছিল।
প্রপস্টোরের প্রতিষ্ঠাতা স্টিফেন লেন বলেন,
‘লাইটসেবারের প্রকৃত মালিক গুগলে শুধু ‘sell Star Wars film prop’ লিখে আমাদের কাছে যোগাযোগ করে। প্রপটি দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। আমরা জানতামই না এটা এখনো আছে। এটা একেবারে নতুন আবিষ্কার, স্টার ওয়ার্স সংগ্রাহকদের জন্য অবিশ্বাস্যভাবে রোমাঞ্চকর।’
আজ এটি মিলিয়ন ডলারের সম্পদ হলেও আসলে এটি তৈরি হয়েছিল পুরনো ক্যামেরা-ফ্ল্যাশ অ্যাটাচমেন্ট আর কিছু যন্ত্রাংশ দিয়ে, যেমন ক্যালকুলেটরের বাটন-প্যাড থেকে নেয়া অংশ।
সূত্র: গালফ নিউজ, বিবিসি নিউজ।
এমকে/এসএন