ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে। তারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপি জানায়, দিনব্যাপী চলা এ অভিযানে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত অপরাধীদের আটক করা হয়।
পুলিশ বলছে, তেজগাঁও অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/এসএন