অশ্বিন কুমার পরিচালিত ‘মহাবতার নরসিংহ’ হিন্দি ভাষায় মুক্তিপ্রাপ্ত একটি পৌরাণিক অ্যানিমেটেড ছবি, যেটি চতুর্থ সপ্তাহে পা দিয়েও বক্স অফিসে নিজের দাপট অব্যাহত রেখেছে। মুক্তির ২৫তম দিনে সিনেমাটি ₹১.৫০ কোটি নেট আয় করেছে, যার ফলে হিন্দি সংস্করণে মোট আয় দাঁড়িয়েছে ₹১৪৫.৪০ কোটি।
যেখানে ‘ওয়ার ২’ এবং ‘কুলি’-এর মত বড় বাজেটের প্রতিযোগী সিনেমা মুক্তি পেয়েছে, সেখানে দর্শকদের প্রবল আগ্রহে ‘মহাবতার নরসিংহ’ আবারো অনেক প্রেক্ষাগৃহে জায়গা করে নিয়েছে। প্রতিযোগী ছবিগুলোর দুর্বল শব্দমুখ এবং দর্শক সাড়া না পাওয়ার কারণে ‘নরসিংহ’ আবার স্ক্রিন পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
প্রথম তিন সপ্তাহে ছবিটি আয় করেছে ₹১২৭.৫০ কোটি, এবং চতুর্থ সপ্তাহান্তে আয় করেছে আরও ₹১৬.৪০ কোটি, যা প্রমাণ করে ছবিটির প্রেক্ষাগৃহে এখনও জনপ্রিয়তা অটুট রয়েছে। বর্ষার কারণে দেশের কিছু অঞ্চলে দর্শকসংখ্যা কম থাকলেও ছবিটির পৌরাণিক ব্যাকগ্রাউন্ড, চিত্তাকর্ষক ভিজ্যুয়াল এবং শক্তিশালী কাহিনি দর্শকদের ধরে রেখেছে।
এই সিনেমাটি ‘দশাবতার’-এর উপর ভিত্তি করে নির্মিত সাত পর্বের এক বিশাল অ্যানিমেটেড মহাবিশ্বের প্রথম অধ্যায়। ভগবান বিষ্ণুর দশ অবতারকে কেন্দ্র করে গড়ে উঠছে এই মহাকাব্যিক সিরিজ।
‘মহাবতার নরসিংহ’-এর এই অভূতপূর্ব সাফল্য শুধু ভারতের অ্যানিমেটেড চলচ্চিত্রে একটি নতুন মাইলফলক স্থাপন করেনি, বরং হোমবালে ফিল্মসকে পৌরাণিক গল্প বলার ক্ষেত্রে ভারতের এক শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এমআর/এসএন