ইরান থেকে নিজ দেশে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে এই দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১৭টি শিশুও রয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি এবং স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) অতিরিক্ত গতির কারণে বাসটি একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
হেরাতের প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সায়েদি জানান, বাসটি ইসলাম কালা সীমান্ত ক্রসিং পার হয়ে আফগানিস্তানের রাজধানী কাবুল যাচ্ছিল।
আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন যে হতাহত ব্যক্তিরা ইরান থেকে বিতাড়িত ছিলেন।
এই দুর্ঘটনার একদিন আগে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে আগামী মাসের মধ্যে আরও ৮ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
সূত্র: আল জাজিরা
এমআর/এসএন