‘নিজেই নিজের সুগার ড্যাডি’—চাহালের পোশাক নিয়ে তীব্র সমালোচনা প্রাক্তন স্ত্রীর

ভারতীয় ক্রিকেট দলের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার স্ত্রী ধনশ্রী ভার্মার। দুজনের বনিবনা হচ্ছিল না বহু সময় ধরেই। অভিযোগ পাল্টা অভিযোগের পর সেই দাম্পত্য জীবনের ইতি টানেন এই জুটি। বিচ্ছেদের পর গ্ল্যামার জীবনে ব্যস্ত হয়েছেন ধনশ্রী।

তবে বিচ্ছেদ হলেও প্রায়ই চাহালের প্রসঙ্গ উঠে আসে ধনশ্রীর জীবনে। সম্প্রতি এক পডকাস্টে আবারও চাহালকে নিয়ে কথা বললেন এ অভিনেত্রী। পডকাস্ট ‘স্পিল দ্য টি’-তে ধনশ্রী বলেন, ‘ডিভোর্স কোনো উদযাপনের বিষয় নয়। এটা কোনো আনন্দের মুহূর্ত নয়; বরং অত্যন্ত দুঃখজনক ও আবেগঘন এক ঘটনা।

মানুষকে ভুলে যাওয়া উচিত নয়। বিষয়টি শুধু দুজন মানুষের নয়, বরং তাঁদের পরিবারকে জড়িয়েও তৈরি হয় এক টানাপড়েনের। যে পরিবার আমাদের সত্যিকারের ভালোবাসে ও যত্ন নেয়।”

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, দাম্পত্য জীবনের প্রকৃত দুঃখ ও অশান্তি দুজনেরই বোঝা এবং স্বীকার করা দরকার।

বিয়ে ভালোবাসা দিয়ে শুরু হলেও, শেষ হয় প্রায়ই অবিশ্বাসে। আমাদের বিচ্ছেদ ঘোষণার দিনটা ছিল ভীষণ আবেগপূর্ণ। আমার জন্য, আমার পরিবারের জন্য এবং আশেপাশের সবার জন্য। মানসিকভাবে প্রস্তুত থাকলেও, রায় ঘোষণার আগে আমি ভেঙে পড়েছিলাম। সবার সামনে হাউমাউ করে কেঁদেছিলাম।

বিবাহবিচ্ছেদ শুনানিতে চাহালের পোশাক নিয়েও কড়া সমালোচনা করেছেন তিনি। চাহাল সেদিন পরেছিলেন একটি কালো টি–শার্ট, যাতে লেখা ছিল— ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। এই পোশাক সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। অনেকেই মনে করেন, এটি ধনশ্রীর উদ্দেশে সূক্ষ্ম খোঁচা চাহালের।

পডকাস্টে ধনশ্রী চাহালের টি–শার্ট নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “ও প্রথমেই বেরিয়ে যায়, আর তখনই সেই টি–শার্টের ঘটনাটা ঘটে। আমি তখনো ভেতরে ছিলাম, কিছুই জানতাম না। আমি পেছনের দরজা দিয়ে বের হই, কারণ মিডিয়ার মুখোমুখি হতে চাইনি। আমি সেদিন শুধু একটা সাধারণ টি–শার্ট আর জিনস পরেছিলাম। গাড়িতে বসে তখনো শ্বাস সামলানোর চেষ্টা করছিলাম। বুঝে ওঠার আগেই মানুষজন ওই ঘটনাকে ঘিরে আমার দিকেই আঙুল তুলতে শুরু করে। সেই মুহূর্তে মনে হয়েছিল, সব শেষ হয়ে গেছে। কোথাও না কোথাও খারাপও লেগেছিল। ভাবছিলাম, কেন আমি এখনো কাঁদছি? তারপর নিজেকে বললাম, বাদ দাও—সব শেষ।’

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ধনশ্রী একজন নৃত্য পরিচালকও। নিজের নাচের একাডেমিও খুলেছেন তিনি। এ বছর মুক্তিপ্রাপ্ত রাজকুমার রাওয়ের ‘ভুল চুক মাফ’ সিনেমায় দেখা গেছে ধনশ্রীকে। আইটেম গানে ঝড় তুলেছেন তিনি। গানটি প্রকাশ হতেই ধনশ্রীকে নিয়ে আলোচনা শুরু হয়। রাজকুমার রাওয়ের মতো অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে নাচের জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন ধনশ্রী।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
জুলাই মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার প্রায় ২৫ শতাংশ Aug 20, 2025
img
সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তোলা হবে: চসিক মেয়র Aug 20, 2025
img
ভুটানকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করল বাংলাদেশ Aug 20, 2025
img
এনবিআরের আরও ৩ কর্মকর্তাকে বদলি Aug 20, 2025
img
সালমানের আগে শাহরুখের নাম ভেবেছিলেন ‘সিকান্দার’ পরিচালক Aug 20, 2025
img
শাহরুখ-কাজলের সঙ্গে অভিনয় করা সেই দুই শিশুশিল্পী এখন কোথায়? Aug 20, 2025
নেদারল্যান্ডসকে ছোট করে দেখার কিছু নেই, দল নির্বাচন করা সহজ; পাইলট Aug 20, 2025
প্রিন্স মামুনকে নিয়ে বোমা ফাটালেন লায়লা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য Aug 20, 2025
পুলিশের হ্যান্ডকাফ হেলমেটের ভেতর পলকের স্লোগান “এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে” Aug 20, 2025
ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএলসহ বামপন্থিদের প্যানেল ঘোষণা Aug 20, 2025
জেলেনস্কি ও পুতিনের বৈঠকে সুইজারল্যান্ডের জেনেভা সবচেয়ে উপযুক্ত স্থান: ম্যাক্রোঁ Aug 20, 2025
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন পদক্ষেপ Aug 20, 2025
যে আমল করলে আপনার ঘর ফেরেশতাদের ঘর হবে Aug 20, 2025
img
ডিএমপির সাবেক এডিসি নাজমুলকে সাময়িকভাবে বরখাস্ত Aug 20, 2025
img
রিয়ালে অবহেলিত রদ্রিগো, ভবিষ্যৎ নিয়ে শঙ্কা Aug 20, 2025
img
বিশ্ব ক্রিকেট যত দূর এগিয়েছে, বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে: মুশফিক Aug 20, 2025
img
আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি: জাহিদ হাসান Aug 20, 2025
img
মন্ত্রিপাড়া বা লন্ডন থেকে আমাদের প্যানেল আসেনি : মাহিন সরকার Aug 20, 2025
img
মেসির সঙ্গে অবসর নেওয়ার ইচ্ছা সুয়ারেজের Aug 20, 2025
img
ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান বাংলাদেশ সরকারের Aug 20, 2025